ফিনান্সিয়াল কোম্পানি ও ঋণদাতারা লোন অনুমোদন করার জন্য যে সব গুরুত্বপূর্ণ প্রমানপত্র চায় তাদেরই অন্যতম হ’ল প্যান কার্ড। প্যান কার্ড থেকে ঋণগ্রহীতার আর্থিক ইতিহাস জানা যায় এবং ঋণদাতাদের লোন পরিশোধ ক্ষমতা সম্পর্কে ধারনা করা যায়। ৫০,০০০ টাকা কিংবা তার বেশি পার্সোনাল লোন হলে প্যান কার্ড দাখিল করা বাধ্যতামূলক।
অফিসিয়াল CIBIL সাইটে গিয়ে নিজের ক্রেডিট স্কোর জেনে নিন। প্যান কার্ড নম্বর এন্টার করে নিজের CIBIL স্কোর জানার জন্য অনুরোধ করুন। স্কোর ৭০০ থেকে ৭৫০ সংখ্যার মধ্যে থাকলেই আপনি নিজের প্যান কার্ডের উপর লোন পাবার যোগ্য হতে পারেন, আবেদনকারীদের অন্যান্য ব্যক্তিগত বিবরণের সাথে অন্যান্য কেওয়াইসি নথিপত্রও দিতে হবে।
যদি ঋণদাতার সাথে বহু বছর ধরে দুর্দান্ত সম্পর্ক থাকে, সেক্ষেত্রে একজন ঋণগ্রহীতা আগাম-অনুমোদনপ্রাপ্ত লোনের সুবিধা পেতে পারেন, যার জন্য কোন প্রমানপত্রের প্রয়োজন হবে না। মিনি লোন বা ছোটোখাটো ঋণ আধার ও প্যান কার্ড সহ কেওয়াইসি বিবরণ যাচাই করেই অনুমোদন করা হতে পারে। আপনার প্যান কার্ড নম্বরের সাথে আপনার মোবাইল নম্বরের লিঙ্ক থাকা চাই।
হিরোফিনকর্প
ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে দ্রুত ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত লোন পাবার জন্য চেষ্টা করে দেখুন। এটি একটি বিশ্বাসযোগ্য অনলাইন লোন প্ল্যাটফর্ম, যাকে নিয়ে এসেছে হিরোফিনকর্প, একটি ভরসাযোগ্য ফিনান্সিয়াল কোম্পানি। আসুন, ৫০,০০০ টাকা লোন পাবার জন্য তার যোগ্যতা নির্ণায়ক বিষয়গুলি দেখে নেওয়া যাক:
পার্সোনাল লোনের যোগ্যতা নির্ধারণের জন্য ঋণগ্রহীতার মাসিক উপার্জন খুবই তাৎপর্যপূর্ণ। পার্সোনাল লোন দেবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ঋণদাতার আলাদা মানদন্ড রয়েছে।
৫০,০০০ টাকা পার্সোনাল লোন নেবার আবেদন করতে হলে তার যোগ্যতামান নিম্নরূপ
- ভারতীয় নাগরিকত্বের প্রমানপত্র
- আয়ের প্রমানপত্র হিসাবে বিগত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং স্যালারি স্লিপ
- একজন আবেদনকারীর বয়সগত যোগ্যতা হ’ল ২১-৫৮ বছর
- চাকুরিজীবি বা স্বনিয়োজিত যাই হোন, আপনার আয় মাসিক ১৫,০০০ টাকা হতে হবে
- আপনাকে প্রাইভেট বা পাবলিক সেক্টরে কর্মরত হতে হবে
- আপনার ক্রেডিট ইতিহাস ঋণদাতার নির্ধারিত মান অনুযায়ী হতে হবে। ক্রেডিট স্কোর সম্পর্কে বিভিন্ন ঋণদাতার নিজেদের মান অনুযায়ী আলাদা আলাদা চাহিদা থাকতে পারে
৫০,০০০ বা তার বেশি টাকার পার্সোনাল লোন পেতে হলে যোগ্যতামানের সাথে সাথে কিছু নথিপত্র বাধ্যতামূলক ভাবে দরকার
- প্রামান্য কেওয়াইসি নথিপত্র - আধার কার্ড/স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড
- আয়ের প্রমানপত্র - চাকুরিজীবিদের জন্য সাম্প্রতিকতম স্যালারি স্লিপ এবং স্বনিয়োজিতদের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট
৫০,০০০ টাকার পার্সোনাল লোনের আবেদন করা ছাড়াও প্যান কার্ড এই সব পরিস্থিতিতেও প্রমানপত্র হিসাবে বাধ্যতামূলক
- নতুন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের আবেদন করার সময়
- নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময়
- ৫০,০০০ টাকার বেশি নগদ জমা অথবা পেমেন্ট করার সময়
- মিউচ্যুয়াল ফান্ড, বন্ড ইত্যাদি কেনার সময়
- ৫০,০০০ টাকা বা তার বেশি ফিক্সড ডিপোজিট করার সময়
- বিমার কিস্তি হিসাবে ৫০,০০০ টাকা বা তার বেশি পেমেন্ট করার সময়
যদি আপনার প্যান কার্ড অনুযায়ী আপনার আর্থিক পরিস্থিতি নড়বড়ে হয়, সেক্ষেত্রে ঋণদাতারা আপনাকে লোন দেবার সময় আর্থিক নিরাপত্তার কারণে এবং ঋণ পরিশোধে আপনার অক্ষমতা আন্দাজ করে কোল্যাটারাল চাইতে পারে। যে সব আসন্ন ঋণগ্রহীতারা নিজেদের প্যান কার্ড খুঁজে পাচ্ছেন না এবং তা সত্বেও ৫০,০০০ টাকার পার্সোনাল লোন পেতে চাইছেন, তাঁরা আধার কার্ড ব্যবহার করতে পারেন।