01
পরিচয়ের প্রমানপত্র - আধার কার্ড/প্যান কার্ড/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স
I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.
কনজিউমার ডিউরেবল লোন হ’ল এক ধরণের পার্সোনাল লোন যার মাধ্যমে সহজেই ব্যক্তিগত গ্যাজেট, ইলেকট্রনিক প্রোডাক্ট ও উচ্চমানের দুর্মূল্য হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারা যায়। আপনি যখনই বাড়ি বদল করছেন অথবা আপনার বাড়ি বা রান্নাঘর আপগ্রেড করতে চলেছেন, তখন একটা কনজিউমার ডিউরেবল লোন নিয়ে লেটেস্ট ইলেকট্রনিক্স এবং অ্যাপ্লায়েনস কিনে প্রতিদিনের জীবনযাত্রায় আরও একটু স্বাচ্ছন্দ্য যোগ করতে পারেন, এটা খুবই ভালো আইডিয়া।
অনলাইনে কনজিউমার লোন নিয়ে যা কিছু কেনা যায়, তার তালিকা অনেক বড়ো। আপনি জিরো ডাউন পেমেন্ট করে ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, মোবাইল ফোন, প্রফেশনাল ক্যামেরা ইত্যাদি সহজেই কিনে ফেলা যায় সামান্য প্রমানপত্রাদি দাখিল করে।
তাহলে অনলাইনে একটি কনজিউমার ডিউরেবল লোন নিয়ে আপনিই বা কেন নিজের লাইফস্টাইলকে আরেকটু উন্নত করে নিয়ে বছরের পর বছর ধরে তাকে উপভোগ করছেন না, যখন কেনার সাথে সাথে একবারে খরচের বোঝা মাথার উপর চেপে বসছে না? এছাড়াও, কনজিউমার ডিউরেবল লোনের সাথে উৎসবের সময়কার অফার বা কোন প্রোমোশনাল অফার থাকলে ঋণগ্রহীতারা তার ফায়দা নিতে পারেন। কনজিউমার ডিউরেবল লোনের জন্য আবেদন করতে কোন ঝুঁকি নেই কেননা এক্ষেত্রে কোন ব্যক্তিগত সম্পত্তি জামিন হিসাবে গচ্ছিত রাখতে হয় না।
আধুনিক যুগের একটি নমণীয় ডিজিট্যাল প্ল্যাটফর্ম হিসাবে হিরোফিনকর্প লোন অ্যাপকে মান্যতা দেওয়া হয়, যেখানে সহজে রেজিস্ট্রেশন করা যায় এবং লোন দেবার প্রক্রিয়াতে কোন প্রমানপত্র হার্ড কপি হিসাবে প্রয়োজন হয় না। এটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু অ্যানড্রয়েড ফোন হতে হবে। তাই যদি আপনার লেটেস্ট ইলেকট্রনিক্স, পার্সোনাল গ্যাজেটস ইত্যাদি কেনার প্রয়োজন হয়, তবে এখনই হিরোফিনকর্প অ্যাপ ডাউনলোড করুন আর লোনের আবেদন প্রক্রিয়া শুরু করে দিন, এটি ১০০% সুরক্ষিত।
ট্রেন্ড বদলানোর সাথে সাথে আমাদের পার্সোনাল গ্যাজেট ও হোম অ্যাপ্লায়েনসদেরও আপগ্রেড করা দরকার। এখন যেটা রয়েছে সেটাকে আবার সবসময় বদলে ফেলা সম্ভব হয় না টাকাপয়সার অভাবে। আর্থিক প্রতিষ্ঠানগুলি এই কারণেই জনসাধারণকে অনলাইনে কনজিউমার ডিউরেবল লোন দেওয়া শুরু করেছে।
হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপ ডাউনলোড করে ইচ্ছুক ঋণগ্রহীতারা বিভিন্ন ধরণের পার্সোনাল লোন পেতে পারেন যার পরিমান ১৫,০০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। কনজিউমার ডিউরেবল লোনও আসলে এক ধরণের পার্সোনাল লোন, যার জন্য সহজেই অনুমোদন পাওয়া যেতে পারে যেখানে ডাউনপেমেন্ট জিরো এবং ইএমআই সাশ্রয়কারী হবে।
মাসিক ইএমআই নিয়ে আপনি যদি দুশ্চিন্তায় থাকেন, সেক্ষেত্রে জেনে রাখুন, আপনি অ্যাপের মধ্যেই একটি ইএমআই ক্যালকুলেটর পাবেন যেখান থেকে আপনি আগে থেকেই কনজিউমার ডিউরেবল লোনের কিস্তি কত হবে তা জানতে পারবেন। আপনি আপনার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে ইএমআই স্থির করে নিতে পারবেন। লোনের আসলের পরিমান, পরিশোধের মেয়াদ আর সুদের হার নানা ভাবে অদল-বদল করে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিটি ক্ষেত্রের জন্য ইএমআই সংক্রান্ত সঠিক ফলাফল পেয়ে যাবেন যার ভিত্তিতে আপনি ইএমআই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
কনজিউমার ডিউরেবল লোন কম সুদের হার সহ পাওয়া যায় তাই প্রতিমাসে পরিশোধের কিস্তি দিতে অসুবিধা হয় না। কনজিউমার ডিউরেবল লোনের সুদের হার ১০% থেকে শুরু এবং সেটা ঋণদাতা অনুসারে অন্য হতে পারে। কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান আবার ০% সুদের ভিত্তিতে লোন দেয়, বিশেষতঃ উৎসবের মরশুমে।
সুদের হার ছাড়াও অনলাইনে ইনস্ট্যান্ট কনজিউমার ডিউরেবল লোন নিতে গেলে তার জন্য সামান্য প্রসেসিং ফি দিতে হয়। এখানে ১-৩% নামমাত্র ফিজ ছাড়া আর অন্য কোন লুকানো খরচ নেই।
কনজিউমার ডিউরেবল লোনের জন্য আবেদন প্রক্রিয়ায় পেপারলেস ডকুমেন্ট লাগে। এর জন্য লোন প্রসেসিং হতে অনেক কম সময় লাগে তাই মাত্র ২৪ ঘন্টায় দ্রুতগতিতে অনুমোদন সম্ভব হয়। কনজিউমার ডিউরেবল লোনের জন্য ন্যূনতম যে প্রমাণপত্রাদি লাগে তা হ’ল:
পরিচয়ের প্রমানপত্র - আধার কার্ড/প্যান কার্ড/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স
বসবাসের ঠিকানা - পাসপোর্ট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
স্বাক্ষরিত এবং আপনার ব্যাঙ্কের শাখার সংশাপত্র বা eNACH সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ইসিএস (ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস) ম্যানডেট ফর্ম
একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
কনজিউমার ডিউরেবল লোন বেতনভোগী বা স্ব-নিয়োজিত ব্যক্তি উভয়েই নিতে পারেন। ভাবী ঋণগ্রহীতার যোগ্যতামান নিম্নরূপ:
ন্যূনতম বয়স ২১ বছর আর সর্বাধিক বয়স ৫৮ বছর
মাসিক উপার্জন কমপক্ষে ১৫,০০০ টাকা
কাজের অভিজ্ঞতা বেতনভোগীদের জন্য ১-২ বছর এবং স্ব-নিয়োজিতদের ক্ষেত্রে ব্যবসার স্থায়ীত্ব বিবেচনা করা হয়
যদি আপনার আধার কার্ড আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা থাকে তাহলে উপরোক্ত প্রমাণপত্রাদি বাধ্যতামূলক নয়*
কে না চায় কোন ব্র্যান্ডেড ফোনের লেটেস্ট মডেলটি পেতে কিংবা আরও বড়, আরও ভালো একটা টিভি স্ক্রীন! এইসব বিলাসিতা এখন আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে এবং আমরা ঠিকঠাক দামে সে সব পেতে চাই, চাই না কি? অনলাইন কনজিউমার ডিউরেবল লোনও একটি কোল্যাটারাল বিহীন সুবিধা যা পার্সোনাল লোনের সাথে খানিকটা মিলে যায়। ইনস্ট্যান্ট কনজিউমার ডিউরেবল লোন কয়েক মিনিটের মধ্যেই পাওয়া যাতে পারে। তাই সময়মতো নিজের আপনজনদের ঠিক সময় বুঝে কিছু হাই-এন্ড সারপ্রাইজ গিফট দেবার আইডিয়াটি দারুন। লেটেস্ট ভার্সনের টেকনলজি সহ প্রোডাক্ট কনজিউমার ডিউরেবল লোনের মাধ্যমে কেনা যায়, আর তার সাথে থাকছে নিম্নোক্ত সুবিধাগুলি:
কে না চায় কোন ব্র্যান্ডেড ফোনের লেটেস্ট মডেলটি পেতে কিংবা আরও বড়, আরও ভালো একটা টিভি স্ক্রীন! এইসব বিলাসিতা এখন আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে এবং আমরা ঠিকঠাক দামে সে সব পেতে চাই, চাই না কি? অনলাইন কনজিউমার ডিউরেবল লোনও একটি কোল্যাটারাল বিহীন সুবিধা যা পার্সোনাল লোনের সাথে খানিকটা মিলে যায়। ইনস্ট্যান্ট কনজিউমার ডিউরেবল লোন কয়েক মিনিটের মধ্যেই পাওয়া যাতে পারে। তাই সময়মতো নিজের আপনজনদের ঠিক সময় বুঝে কিছু হাই-এন্ড সারপ্রাইজ গিফট দেবার আইডিয়াটি দারুন। লেটেস্ট ভার্সনের টেকনলজি সহ প্রোডাক্ট কনজিউমার ডিউরেবল লোনের মাধ্যমে কেনা যায়, আর তার সাথে থাকছে নিম্নোক্ত সুবিধাগুলি: