boticon
instant-education-loan.webp

এডুকেশন লোনের জন্য হিরোফিনকর্প কেন?

হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপ একটি অন্যতম নমণীয় ডিজিট্যাল প্ল্যাটফর্ম যেখানে রেজিস্ট্রেশন খুব সহজে হয় এবং লোন দেবার প্রক্রিয়ায় প্রমানপত্রাদি জমা করার জন্য কোন কাগজপত্রের দরকার হয় না। গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প অ্যাপ ডাউনলোড করুন এবং বার্ষিক ভর্তি হবার কথা মাথায় রেখে দ্রুত এডুকেশন লোন পাবার প্রক্রিয়াকরণ শুরু করে দিন। আপনার দেওয়া তথ্যাদি ১০০% সুরক্ষিত এবং শুধুমাত্র লোন অনুমোদনের জন্যই এর ব্যবহার সীমিত থাকবে।

হিরোফিনকর্প লোন অ্যাপ ৫০,০০০ থেকে ১.৫০ লাখ টাকার অনলাইন এডুকেশন লোন দিতে প্রস্তুত, যে সব বিদ্যার্থী কিংবা পেশাদার ব্যক্তি শর্ট টার্ম কোর্স, সার্টিফিকেশন কোর্স বা ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম করতে চান, তাদের জন্য এটি সব থেকে মানানসই। যেমন অনলাইন ডিজিট্যাল মার্কেটিং সার্টিফিকেশন, ফটোগ্রাফি কিংবা মার্চেনডাইজিং বিষয়ে ডিপ্লোমা ইত্যাদি। এডুকেশন লোনের পরিমান কম হওয়ায়, পুরো টাকাটাই ইএমআই আকারে পরিশোধ করা সহজ। এতে আপনি যে শুধু কয়েকটি ক্লিকের মাধ্যমে আশু আর্থিক প্রয়োজন মেটাতে পারেন তাই নয়, তার সাথে ৬ থেকে ২৪ মাসের সময়সীমায় আপনি সেটি পরিশোধ করে দিতে পারবেন মাত্র ২.০৮% হারের মতো কম সুদ দিয়েই। ঋণগ্রহীতার উপার্জন বা পেশা অনুসারে এডুকেশনাল লোনের সুদের হার পরিবর্তিত হয়।

হিরোফিনকর্প এডুকেশন লোন একটি আনসিকিওরড লোন ও কোল্যাটারাল মুক্ত হওয়ায় এখানে লোনের পরিমানের উপর কোন জমানত রাখতে হয় না। ইনস্ট্যান্ট লোন অ্যাপ আপনার জন্য প্রতিদিন ২৪ ঘন্টা চালু, আপনি ভ্রমণ করার সময়, অফিস বা বাড়ি থেকেও এটিকে ব্যবহার করতে পারেন।

হিরোফিনকর্প ইএমআই ক্যালকুলেটর থাকায় পার্সোনাল লোন নেওয়ার ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় কেননা এর সাহায্যে আপনি নিজের বাজেট অনুযায়ী ইএমআই আর সুদের বিষয়টি নিজের সুবিধা মতো নির্দিষ্ট করতে পারবেন।

সুতরাং, নিজের দক্ষতা বাড়াবার প্রশ্নে কখনো আপোষ করবেন না। অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে হিরোফিনকর্প লোন অ্যাপ ডাউনলোড করুন এবং এডুকেশনের জন্য একটি পার্সোনাল লোন নিয়ে নিজের পড়াশোনার লক্ষ্যে পৌঁছান এবং ভবিষ্যতকে উজ্জ্বল করুন।

এডুকেশন লোনের বৈশিষ্ট্য ও সুবিধারাশি

উচ্চশিক্ষা কোন সীমানায় আবদ্ধ থাকবে না

আপনি ভারতে কিংবা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার জন্য একটি এডুকেশন লোন নিতে পারেন। বহু আর্থিক প্রতিষ্ঠান বিদেশে পড়তে যাবার জন্য কোল্যাটারাল ছাড়াই এডুকেশন লোন দিয়ে থাকে।

মহিলা শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট ও স্কলারশিপ

শিক্ষার্থী মহিলা হ’লে তিনি সুদের হারের উপর ছাড় পাবেন। আর্থিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলি অনলাইনে মহিলাদের শিক্ষাক্রমের খরচ লোন হিসাবে দিচ্ছে কম সুদের হার ও ছাড় সহ।

ভর্তুকিযুক্ত এডুকেশন লোন প্রকল্প

সমাজের আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্য এডুকেশন লোনের উপর ছাড় রয়েছে, যাদের বাবার বার্ষিক উপার্জন ৫ লাখ টাকার কম। ভর্তুকিযুক্ত প্রকল্পের ক্ষেত্রে একজন বিদ্যার্থীকে খুব কম সুদের হার সহ এডুকেশন লোন অফার করা হয়। বিদ্যার্থী যখন স্বয়ং নির্ভর হবে, অথবা তার পেশাগত/বৃত্তিমূলক পাঠক্রম শেষ হবার পর লোন পরিশোধ করা যাবে। এই পন্থায় এডুকেশনের জন্য কোন পার্সোনাল লোন নেবার পর পড়াশোনার পাঠক্রম চালু থাকাকালীন সেটা কখনোই ঋণগ্রহীতার বোঝা হয়ে দাঁড়ায় না।

সর্বাধিক এডুকেশন লোন

ভিন্ন ভিন্ন ঋণদাতা নিজেদের বিবেচনা অনুযায়ী সর্বাধিক পরিমান লোন হিসাবে ভিন্ন পরিমান অর্থ অনুমোদন করেন। কোর্স ফির উপরে ভিত্তি করে সর্বাধিক লোনের পরিমানের জন্য অনুরোধ করা যাবে যার কোন উর্দ্ধসীমা নেই।

 

কোল্যাটারাল নেই

স্ট্যান্ডার্ড এডুকেশন লোনের জন্য কোন কোল্যাটারাল বা গ্যারান্টর দরকার নেই। এডুকেশন লোন খুব বেশি পরিমান টাকার জন্য হলে, ধরা যাক পাঁচ লাখ বা তারোও বেশি হলে তবেই কোল্যাটারাল দরকার হয়। এডুকেশনের জন্য নেওয়া পার্সনাল লোন সিকিওরড বা আনসিকিওরড, দু’রকমই হতে পারে।

দ্রুত লোন অনুমোদন

পার্সোনাল লোনের মাধ্যমে যেমনি দ্রুত তেমনি সহজে এডুকেশন লোনের জন্য অনলাইনে আবেদন করা যায়। বহু ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ আছে, তাই মাত্র কয়েকটা ক্লিকেই এখন দ্রুততার সাথে এডুকেশন লোন পাওয়া যেতে পারে।

এডুকেশন লোনের সুদের হার

বহু আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্ক সহজে এডুকেশন লোন দেবার জন্য অনেক প্রকল্প চালু করেছে। সাধারণত, ছাড়ের সুবিধা থাকার জন্য এডুকেশন লোন এখন সহজলভ্য ও আকর্ষণীয় হয়ে উঠেছে। বিদেশে কিংবা স্বদেশে পড়াশোনার জন্য আগ্রহী মহিলা পড়ুয়াদের জন্য এডুকেশন লোন সংক্রান্ত বহু অফার এখন খুবই যুক্তিসঙ্গত। তার উপর, পড়াশোনার উপর সুদের হার লোনের সম্পূর্ণ সময়সীমায় একই থাকে।

ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপস আর ওয়েবসাইটগুলির বিকাশের সাথে সাথে আমরা পেয়েছি ইএমআই ক্যালকুলেটরের মতো একটা জিনিস যার সাহায্যে লোনের আসলের পরিমান, সুদের হার ও লোনের মেয়াদ নির্দিষ্ট করে দিলেই ইএমআই পরিমান জানা যায়। সেই অনুযায়ী আপনি এডুকেশন লোন নেবেন কি নেবেন না সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন।

সরকারী ও বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানগুলিতে এডুকেশন লোনের জন্য সুদের হারের তারতম্য হতে পারে। আরবিআই নির্দেশিত বিধি অনুযায়ী সুদের হার নির্ধারিত হয়। সরকারী আর্থিক প্রতিষ্ঠানগুলিতে বেসরকারী ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলির তুলনায় সুদের হার কম থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা তা হ’ল এডুকেশন লোনের ক্ষেত্রে সুদের হার একই থাকে এবং তার তারতম্য হয় না।

এডুকেশন লোনের যোগ্যতামান ও প্রয়োজনীয় প্রমানপত্রাদি

আপনি যখন অনলাইনে একটি এডুকেশন লোনের আবেদন করার কথা ভাবছেন, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হ’লো আগেভাগে লোন পাবার যোগ্যাতামান জেনে নিন, যাতে লোন প্রত্যাখ্যান হবার মতো ঘটনা না ঘটে। এডুকেশন লোনের জন্য আবেদন করার আগে বিদ্যার্থী ও তাদের মা-বাবাদের এডুকেশন লোনের জন্য যোগ্যতামান এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সচেতন থাকা দরকার:

01

ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক

02

এডুকেশন লোনের জন্য আবেদনকারী বিদ্যার্থীদের উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে* অন্ততঃ পক্ষে ৫০% নম্বর পেতে হবে *

03

ভারতে ও বিদেশে পড়াশোনার জন্য মেধার ভিত্তিতে* ভর্তি হতে হবে *

04

বাবা-মা কিংবা অভিভাবকের* আয়ের প্রমানপত্রে নিয়মিত উপার্জনের উল্লেখ থাকতে হবে *

05

কেওয়াইসি প্রমানপত্রাদি

06

বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট

07

কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তি হবার চিঠির কপি ও সেখানকার খরচপত্রের কাঠামো *

08

শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র - মার্কশিট ও পাস করার সংশাপত্র *

* হিরোফিনকর্প থেকে লোন পাবার জন্য প্রমানপত্রাদির/বিস্তারিত বিবরণ দরকার নেই।

বেতনভূক চাকুরিজীবি ও স্ব-নিয়োজিত ব্যক্তিদের বয়স ২১ হলে তবেই তারা হিরোফিনকর্প থেকে লোনের আবেদন করতে পারবেন, বিশেষতঃ এডুকেশন লোন হলে।

এডুকেশন লোনের ফি ও চার্জসমূহ

আপনি যখন অনলাইনে একটি পার্সোনাল এডুকেশন লোন নিতে চাইছেন, তখন ঋণদাতা প্রসেসিং করার জন্য একটি ন্যূনতম খরচ ধার্য করে যেটা ঋণদাতা অনুযায়ী বদলাতে পারে। হিরোফিনকর্প-এ, ব্যক্তিগত ঋণের সমস্ত শর্তাবলী স্বচ্ছ। এডুকেশন লোন হোক বা অন্য কোন ধরণের লোন হোক, আবেদনকারীকে প্রসেসিং ফি (প্রযোজ্য হিসাবে) বাবদ ন্যুনতম ২.৫% + জিএসটি দিতে হবে।

এডুকেশন লোনের জন্য কিভাবে আবেদন করা যাবে?

আর্থিক অসঙ্গতির জন্য স্নাতক পর্যায় বা তার বেশি উচ্চশিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আজকাল এডুকেশনের জন্য পার্সোনাল লোন পাওয়া সহজ হয়ে গেছে যা সামান্য কাগজপত্র দেখিয়েই পাওয়া যায়। আপনার উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা পুরণ করার জন্য হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপ নিয়ে এসেছে একটি ইনস্ট্যান্ট এডুকেশন লোনের সুবিধা। এডুকেশন লোনের আবেদন পদ্ধতি সম্পর্কে চট করে জেনে নেবার জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করুন।

how-to-apply-for-education-loan.webp

  • 01

    অ্যানড্রয়েড ফোনে হিরোফিনকর্প অ্যাপ ডাউনলোড করুন

  • 02


    নিজের ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন

  • 03


    লোকেশন ডিটেল সম্পর্কে স্পষ্টতার জন্য পিন কোড এন্টার করুন

  • 04

    কেওয়াইসি ও অন্যান্য যে সব কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলি যোগ করুন এবং একটি রিয়েল টাইম ক্রেডিট সুবিধা নিন

  • 05

    বিজনেস আওয়ার চলাকালীন তাৎক্ষনিক ভাবে একটি লোনের অনুমোদন নিন যেটা আপনার নিজের অ্যাকাউন্টে জমা হবে

সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী

হ্যাঁ, বিদ্যার্থী/মা-বাবা অনলাইনে ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে এডুকেশন সংশ্লিষ্ট একটি পার্সোনাল লোন পেতে পারেন। এডুকেশন সংশ্লিষ্ট একটি পার্সোনাল লোন পাবার জন্য কোল্যাটারাল দরকার হয় না এবং এডুকেশন লোনের প্রক্রিয়াকরণ খুব তাড়াতাড়ি হয়ে যায়।
অন্য সব লোনের মতোই কোন পার্সোনাল লোন ওয়েবসাইট বা হিরোফিনকর্প জাতীয় কোন পার্সোনাল লোন অ্যাপ থেকে এডুকেশন লোন পাওয়া যেতে পারে। লোনের আবেদন করার জন্য নির্দেশাবলী ঋণদাতার ওয়েবসাইটে বা অ্যাপ থেকে সুস্পষ্ট ভাবে জানতে পারবেন।
বিদ্যার্থী বা তাদের মা-বাবারা ভারতীয় নাগরিক হবার শর্তে এডুকেশন লোন পাবার জন্য আবেদন করার অধিকারী। যার জন্য লোন নেওয়া হবে, তার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তার শিক্ষাগত প্রেক্ষাপট সন্তোষজনক হতে হবে। কর্মমুখী শিক্ষাক্রমগুলিতে ভর্তি হবার জন্য লোনের আবেদন করলে সেটি তুলনামূলক ভাবে বেশি তাড়াতাড়ি অনুমোদন পাবে।
ভারতের ও বিদেশের আধিকারিকদের অনুমোদনপ্রাপ্ত কোন কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সুনিশ্চিত করুন। ঋণদাতার ওয়েবসাইট দেখুন অথবা হিরোফিনকর্প জাতীয় কোন পার্সোনাল লোন অ্যাপ দিয়ে চেষ্টা করুন। রেজিস্টার করার জন্য প্রয়োজনীয় কগজপত্র হাতের কাছে রাখুন। রিয়েল টাইমের ভিত্তিতে লোন প্রসেস করা হয় আর ভেরিফিকেশন হয়ে যাবার ২৪ ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়।
যে কোন ধরণের লোন নেবার সময়েই সুদের হার বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। এডুকেশন লোনের ক্ষেত্রে বিভিন্ন ঋণদাতার নেওয়া সুদের হার আলাদা আলাদা হয়ে থাকে। হিরোফিনকর্প থেকে মাসে ১.৬৭% মতো খুব কম সুদের হার হয়ে থাকে।
কোন এডুকেশন লোনের ইএমআই গণনা করার সেরা উপায় হ’ল ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করা, যেটা ঋণদাতার ওয়েবসাইট বা অ্যাপে বিনামূল্যে পাওয়া যাবে। লোনের আসলের পরিমান, সুদের হার ও পরিশোধের সময়সীমা দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয় ভাবে ইএমআই গণনা করা হয়ে যাবে। এই তিনটে চলরাশিকে নানা ভাবে বদলে আপনি অনেক রকম ইএমআই পাবেন যতক্ষণ না তাদের মধ্য থেকে আপনার বাজেট অনুযায়ী কিছু পাচ্ছেন।
বিদ্যার্থীদের জন্য এডুকেশন লোনের সুবিধারাশি অনেক রকম: - কম সুদের হার - দ্রুত লোন অনুমোদন - নমনীয় পরিশোধের শর্ত - কর সাশ্রয় - ক্রেডিট স্কোর উন্নত হয়
ভর্তির প্রমানপত্র, সর্বশেষ পরীক্ষার মার্কশিট, লোনের আবেদনপত্র, কেওয়াইসি বিবরণ এবং বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।
লোনের আবেদনের সাথে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) দাখিল করা বাধ্যতামূলক।