চটজলদি অনুমোদন
আপনার স্মার্ট ফোনে হিরোফিনকর্প অ্যাপ ডাউনলোড করুন এবং প্রয়োজনীয় তথ্যাদি এন্টার করুন। রিয়েল টাইম অ্যাসেসমেন্ট হয়ে যাবার পর লোনের টাকা সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।
প্রতিটি আর্থিক পদ্ধতির জন্য নির্দিষ্ট যোগ্যতামান দরকার হয়, তার সাথে চাই কিছু জরুরী প্রমাণপত্রাদি যা লোন নেবার প্রক্রিয়ায় আরো অগ্রসর হবার জন্য দাখিল করা বাধ্যতামুলক:
যথাযথ ভাবে পূরণ করা ও স্বাক্ষর করা আবেদন পত্র। ইলেকট্রনিক স্বাক্ষর অনলাইনে দাখিল করা হয়
কেওয়াইসি প্রমাণপত্রাদি - আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স
আয়ের প্রমাণপত্রাদি - বিগত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, আয়কর রিটার্ণ শিট অথবা ফর্ম ১৬
আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে
আপনাকে স্ব-নির্ভর বা স্বনিয়োজিত স্বতন্ত্র ব্যক্তি/ব্যবসায়ী হতে হবে
ঋণদাতার নির্ধারিত চাহিদা অনুযায়ী মাসিক উপার্জন হতে হবে
আপনার বয়স ২১ থেকে ৫৮ বছর বয়সের মধ্যে হতে হবে
আপনার ক্রেডিট ইতিহাস ঋণদাতার নির্ধারিত চাহিদা অনুযায়ী হতে হবে। বিভিন্ন ঋণদাতার চাহিদা অনুযায়ী প্রার্থিত ক্রেডিট ইতিহাস ভিন্ন হতে পারে
বি.দ্র.: আপনার বয়স যদি ২১ থেকে ৫৮ বছর হয় এবং আপনার মাসিক আয় যদি কমপক্ষে ১৫,০০০ টাকা হয় তাহলে আপনি হিরোফিনকর্প থেকে একটি পার্সোনাল লোন পাবার যোগ্য। কাগজের আকারে কোন প্রমাণপত্র বা দেখাশোনার দরকার নেই, আজই একটি পার্সোনাল লোনের জন্য আবেদন করুন।
হিরোফিনকর্প অ্যাপের ক্ষেত্রে প্রমাণপত্রাদি এবং যোগ্যতামানের ব্যাপারটা অনেক সরল, জানার জন্য এখানে ক্লিক করুন।
আবেদন প্রক্রিয়া ও অনুমোদন দু’টোই তাড়াতাড়ি হয় বলে আপনি গৃহ সংস্কার সংক্রান্ত নিয়মকানুনের ব্যাপারটা মেটাতে পারেন:
শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প অ্যাপ ইনস্টল করুন
প্রাথমিক কিছু তথ্য দিয়ে রেজিস্টার করুন - মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা ওটিপির মাধ্যমে যাচাই করুন
যতটা লোন চাই তার পরিমান এন্টার করুন এবং লোন ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে আপনি কত টাকা করে ইএমআই দিতে পারবেন তা স্থির করে নিন
একটি সিকিউরিটি কোড ব্যবহার করে আপনার কেওয়াইসি বিবরণ যাচাই করে নেওয়া হবে
নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিভিকেশন করিয়ে নিন; এই সব তথ্যাদি কখনোই সংরক্ষণ করা হয় না
চটজলদি মাত্র কয়েক মিনিটের মধ্যেই লোন অনুমোদন করা হবে আর আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে