ইনস্ট্যান্ট ক্যাশ লোন

logo
সহজ ডিজিটাল প্রক্রিয়া
logo
ন্যূনতম বেতন প্রয়োজন ₹15K
logo
তাত্ক্ষণিক অনুমোদন
Personal Loan EMI Calculator

Monthly EMI

₹ 0

Interest Payable

₹ 0

সেরা ইনস্ট্যান্ট ক্যাশ লোন অ্যাপ

সেরা ইনস্ট্যান্ট ক্যাশ লোন অ্যাপ

ইনস্ট্যান্ট ক্যাশ লোন অ্যাপটি 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন অফার করে, যার সুদের হার 19% থেকে শুরু হয়৷ একটি দ্রুত নগদ ঋণ পেতে HeroFincorp অ্যাপ ব্যবহার করুন, যেখানে 24 ঘন্টার মধ্যে ঋণ অনুমোদন পাওয়া যায়। আপনি 12 থেকে 36 মাস পর্যন্ত নমনীয় EMI বিকল্পগুলির সাথে ঋণ পরিশোধ করতে পারেন। একটি সহজ আবেদন প্রক্রিয়ার মাধ্যমে, একটি জরুরি নগদ ঋণ হল কোনো কাগজপত্র ছাড়াই জরুরি পরিস্থিতিতে দ্রুত নগদ অর্থ পাওয়ার একটি আদর্শ উপায়। Google Play Store থেকে HeroFincorp অ্যাপটি ডাউনলোড করুন এবং আপনার আর্থিক চাহিদা মেটাতে আজই একটি ঋণের জন্য আবেদন করুন।

ইনস্ট্যান্ট ক্যাশ লোনের বৈশিষ্ট্য ও সুবিধা

ইনস্ট্যান্ট ক্যাশ লোন অথবা পার্সোনাল লোনের বহুবিধ বৈশিষ্ট্য ও সুবিধারাশি রয়েছে। এই ধরণের লোনগুলি দ্রুতগতি সম্পন্ন এবং আবেদনের প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হবার পর অনুমোদিত হলেই সাথে সাথে টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। জরুরী প্রয়োজনের সময় ব্যাঙ্ক থেকে ক্যাশ লোন বা পার্সোনাল লোন নিতে যাওয়ার পরামর্শ দেওয়া যায় না কেননা এই পদ্ধতিতে ২৪ ঘন্টার মধ্যে টাকা পাওয়া যায় না কেননা এত পেপারওয়ার্ক খুব বেশি। যাইহোক পার্সোনাল লোন অ্যাপের ক্ষেত্রে আবেদনপত্র পেপারলেস পদ্ধতিতে যাচাই করা হয়, যার ফলে অনেকটা সময় বেঁচে যায়। হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করে অনলাইনে একই দিনে ১.৫ লাখ টাকা পর্যন্ত মিনি ক্যাশ লোন পাবেন। ডিজিট্যাল পদ্ধতিতে সহজে ক্যাশ লোন পাবার চেষ্টা করুন আর স্বাধীনভাবে অবিলম্বে টাকা যোগাড় করুন।
online-loan-process.svg
অনলাইন প্রক্রিয়া

ঋণগ্রহীতারা যে কোন সময়ে, যে কোন জায়গায় অ্যাপ অ্যাকসেস করতে পারেন এবং কয়েক মিনিটেই একটি ইনস্ট্যান্ট ক্যাশ লোনের আবেদন করতে পারেন। অনলাইনে যাচাই করার মাধ্যমে কোন কাজের দিনে ২৪ ঘন্টা সময়ের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়।

online-loan-application.svg
সরল আবেদন পদ্ধতি

অনলাইন লোনের আবেদন পদ্ধতি খুব লম্বা হয় না। অনলাইন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করার জন্য ন্যূনতম বিবরণ দরকার হয়। শুধু পরবর্তী ধাপে যাবার আগে সবকিছু সঠিক পূরণ করা হয়েছে কিনা সেটি সুনিশ্চিত করুন।

hassle-free-documentation (1).svg
কাগজপত্র দাখিল করতে বিশেষ ঝামেলা নেই

অনেকগুলি কাগজপত্রের সবকটিকে পরপর সাজিয়ে গুছিয়ে রাখা এবং লোনের পুরো পদ্ধতিটি শেষ না হওয়া পর্যন্ত সেগুলি নাড়াচাড়া করা খুব ক্লান্তিকর। আপনি যদি ডিজিট্যাল পদ্ধতিতে লোনের আবেদন করেন সেক্ষেত্রে ডকুমেন্টেশন পদ্ধতি পেপারলেস হবে এবং ভেরিফিকেশন পদ্ধতি রিয়াল টাইম হবে।

collateral-free (1).svg
কোল্যাটারাল লাগবে না

ইনস্ট্যান্ট ক্যাশ লোন নেবার জন্য কোন ধন বা সম্পত্তি সিকিউরিটি হিসাবে জমা রাখতে হয় না।

good-credit-score.svg
ভালো ক্রেডিট স্কোর

ক্রেডিট স্কোর যত বেশি হবে, লোন অনুমোদনের সম্ভাবনাও তত বাড়বে। ক্যাশ লোনের অনুমোদন পাবার জন্য আদর্শ ক্রেডিট স্কোর ৫০০ থেকে ৭০০ হতে হবে।

online-loan-process.svg
সুদের হার কম

এখানে সুদের হার সুনির্দিষ্ট হয় ও তা কখনো কম বা বেশি হয় না। তাছাড়াও সুদের হার কম হওয়ায় ইএমআই পেমেন্ট করা সহজসাধ্য হয়ে গেছে।

online-loan-application.svg
পরিশোধের মেয়াদ নমণীয়

আপনি ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে ইএমআই পরিশোধের মেয়াদ নিজের সুবিধামতো বদলে নিতে পারেন। লোন পরিশোধের মেয়াদ বেছে নেওয়া যায় তাই পেমেন্ট জমা দিতে দেরি হয় না।

ইনস্ট্যান্ট ক্যাশ লোন পাবার যোগ্যতামান

পার্সোনাল লোন অথবা ইনস্ট্যান্ট ক্যাশ লোন পাবার যোগ্যতামান আপনার মাসিক আয়ের উপর নির্ভর করে। চাকুরিজীবি কর্মচারী বা স্বনিয়োজিত মানুষরা একটি ইনস্ট্যান্ট ক্যাশ লোনের জন্য আবেদন করতে পারেন।
minimum-monthly-income.webp
ন্যূনতম মাসিক আয়:

বেতনভোগী কর্মচারি অথবা স্ব-নিয়োজিত ব্যক্তি, উভয় ক্ষেত্রেই ন্যূনতম মাসিক উপার্জন ১৫,০০০ টাকা হতে হবে।

age-limit.webp
বয়স সীমা:

বেতনভোগী কর্মচারি অথবা স্ব-নিয়োজিত ব্যক্তি, উভয় ক্ষেত্রেই একটি ইনস্ট্যান্ট লোন নেবার জন্য বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে আর সর্বাধিক বয়স ৫৮ বছরের বেশি হবে না।

income-proof.webp
আয়ের প্রমানপত্র

 লোনের আবেদন করার সময় বেতনভোগী কর্মচারি হলে ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং স্ব-নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে সর্বাধিক লেনদেন সহ ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট হাতের কাছে রাখুন।

ইনস্ট্যান্ট ক্যাশ লোন পাবার জন্য প্রয়োজনীয় প্রমানপত্রাদি

যে কোন সময় ইনস্ট্যান্ট ক্যাশ লোন দরকার হতে পারে। তাই, এখানে নামমাত্র প্রমানপত্রাদি প্রয়োজন এবং তাও পেপারলেস। এই ধরনের লোনের ক্ষেত্রে প্রমানপত্রাদি যাচাই সংক্রান্ত বিষয়ে দীর্ঘ সময় ব্যয় এড়িয়ে গিয়ে লোন দেওয়ার পদ্ধতিকে দ্রুততর করা যায়। অনলাইনে ইনস্ট্যান্ট ক্যাশ লোনের আবেদন করার সময় আপনার কেওয়াইসি বিবরণ আর আয়ের প্রমানপত্রাদি তৈরি রাখুন। ডকুমেন্টেশন পদ্ধতি পেপারলেস হওয়ায় লোনের অনুমোদন প্রসেসিং হবার জন্য সময় কম লাগে।

ইনস্ট্যান্ট ক্যাশ লোনের জন্য যে সব কাগজপত্র অপরিহার্য

অনলাইনে পার্সোনাল লোনের আবেদন করার সময় কিছু অপরিহার্য ডকুমেন্ট দাখিল করা বাধ্যতামূলক। অপরিহার্য ডকুমেন্টের মধ্যে রয়েছে আধার কার্ড ও প্যান কার্ডের মতো ব্যক্তিগত পরিচয়পত্র এবং তার সাথে বেতনভোগী কর্মচারি হলে ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং স্ব-নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে সর্বাধিক লেনদেন সহ ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যা থেকে ঋণগ্রহীতার আর্থিক স্থিতাবস্থার ধারণা পাওয়া যায়।

01

আপনার মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা আধার কার্ড (ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফিকেশনের জন্য) বা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স

02

পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর

03

ঠিকানার প্রমানপত্র হিসাবে আধার কার্ড বা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স (যে কোন একটি)

04

ফটো আইডি প্রুফ - নাম, বয়স, লিঙ্গ, ফটো*

05

আয়ের প্রমানপত্র - ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট

06

লোনের প্রয়োজন সংক্রান্ত বিবরণ

* হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে লোন পেতে চাইলে ডকুমেন্ট/বিবরণ দরকার হবে না

কিভাবে ইনস্ট্যান্ট ক্যাশ লোনের জন্য আবেদন করবেন?

ইনস্ট্যান্ট লোনের জন্য আবেদন করা খুবই সহজ ও দ্রুত হয়। ইনস্ট্যান্ট ক্যাশ লোন বহু ভাবে কাজে লাগানো যায়, প্রধানতঃ জরুরী ভিত্তিতে ক্যাশের প্রয়োজন মেটানোর জন্য।

immediate-cash-loan.webp

  • 01

    আপনার মোবাইল নম্বর ও এরিয়া পিন কোড এন্টার করুন

  • 02

    ইএমআই ক্যালকুলেটরের সাহায্যে আপনার লোনের পরিমান নিজের সুবিধামতো ঠিক করুন। এতে লোনের আসলের পরিমান, সুদের হার এবং পরিশোধের সময়সীমা আপনার সুবিধামতো অদলবদল করতে পারবেন

  • 03

    আপনার ব্যক্তিগত, চাকরি সংক্রান্ত ও আর্থিক বিবরণ দাখিল করুন

  • 04

    আধার কার্ড নম্বর দিন

  • 05

    প্যান নাম্বার, কেওয়াইসি ডকুমেন্ট ও ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট

সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ইনস্ট্যান্ট ক্যাশ লোন, ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অথবা ফাস্ট ক্যাশ লোন নামেও পরিচিত যা স্বল্প সময়সীমার জন্য নেওয়া হয়। ইনস্ট্যান্ট ক্যাশ লোনের সুবিধা হ’ল এটি অবিলম্বে অনুমোদন করা হয় এবং দাখিল করা কাগজপত্র যাচাই হবার ২৪ ঘন্টার মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়।
আবেদন করার পদ্ধতি সহজ ও সুরক্ষিত। শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করে তাতে নিজেকে রেজিস্টার করতে হবে। আপনার তথ্যাদি সহ বিবরণ, ঠিকানার প্রমানপত্রাদি, চাকরির বিবরণ পূরণ করে রিয়াল টাইম ভেরিফিকেশনের জন্য দাখিল করুন।
হ্যাঁ, আপনি হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট ক্যাশ লোনের জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করুন এবং পেপারলেস ডকুমেন্ট দাখিল করা হলে ২৪ ঘন্টার মধ্যে লোনের অনুমোদন হবার পর আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে।
যদি আপনার বয়স ২১ বছর থেকে ৫৮ বছরের মধ্যে হয়, আয়ের প্রমানপত্র সহ মাসিক উপার্জন কমপক্ষে ১৫,০০০ টাকা হয় তাহলে আপনি অবশ্যই একটি ইনস্ট্যান্ট ক্যাশ লোনের জন্য আবেদন করতে পারবেন।
ইনস্ট্যান্ট ক্যাশ লোনের অনুমোদনের জন্য যে সব ডকুমেন্ট দরকার তা হ’ল আপনার মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা আধার কার্ড প্যান কার্ড ফটো সহ প্রামাণ্য পরিচয়পত্র বেতনভোগী কর্মচারি হলে ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট স্ব-নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে সর্বাধিক লেনদেন সহ ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট
প্রতি মাসে ইএমআই পরিশোধের ব্যাপারটি মনে করানো হয়, সেদিকে খেয়াল রাখুন এবং অ্যাপ, ওয়েবসাইট বা ঋণদাতার পক্ষে গ্রহণযোগ্য অন্য কোন উপায়ে ইনস্ট্যান্ট ক্যাশ লোন পরিশোধের কিস্তি জমা দিন। নির্দিষ্ট সময়ে ইএমআই জমা দিয়ে নিজের ক্রেডিট স্কোর বাড়ান।
ইনস্ট্যান্ট ক্যাশ লোন নেবার বহুবিধ সুবিধার মধ্যে রয়েছে দ্রুত অনুমোদন, ২৪ ঘন্টার মধ্যে টাকা দেওয়া, পেপারলেস ডকুমেন্ট, কোল্যাটারাল দরকার না হওয়া ও কম সুদের হার।
যে সব আসন্ন ঋণগ্রহীতা জরুরী ভিত্তিতে অনলাইনে ইনস্ট্যান্ট লোন পেতে চান, তাদের নিজেদের স্মার্ট ফোনে শুধুমাত্র একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ ডাউনলোড করতে পারেন। এটি হ’ল কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করে তাৎক্ষনিক ভাবে পার্সোনাল লোন পাবার একটি ডিজিট্যাল উপায়।
ইনস্ট্যান্ট ক্যাশ লোন হ’ল স্বল্প মেয়াদি লোন, যেটা অনলাইনে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপের মাধ্যমে মাত্র ২৪ ঘন্টার মধ্যে পাওয়া যেতে পারে। হিরোফিনকর্প একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ যার মাধ্যমে একজন ঋণগ্রহীতা বহুবিধ আপৎকালীন জরুরী আর্থিক প্রয়োজনে সহায়তা পেতে পারেন।
মিনি ক্যাশ লোন হ’ল একটি ইনস্ট্যান্ট লোন যার জন্য সাধারনতঃ ২৪ ঘন্টার কম সময়েই অনুমোদন দিয়ে দেওয়া হয়। একে মিনি ক্যাশ লোন বলা হয় কারণ লোনের পরিমান এক থেকে দুই লাখ টাকার বেশি হয় না। হিরোফিনকর্প অ্যাপ ১.৫ লাখ টাকা পর্যন্ত মিনি ক্যাশ লোন দিয়ে থাকে যা সহজেই ছোট ছোট ইএমআই দিয়ে পরিশোধ করা যায়।
স্মল ক্যাশ লোনের অন্য নাম মিনি ক্যাশ লোন যার জন্য ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করলে তা অবিলম্বে অনুমোদন হয়ে যাবার পর টাকা অ্যাকাউন্টে চলে আসে। এই ধরণের ডিজিট্যাল অ্যাপগুলি থেকে ঋণগ্রহীতারা পেপারলেস ডকুমেনটেশন পদ্ধতিতে আর কোনরকম জমানত ছাড়াই স্মল ক্যাশ লোন খুঁজে নিতে পারেন। তাই, চটজলদি একটি স্মল ক্যাশ লোন পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প অ্যাপ ডাউনলোড করুন।