Personal Loan EMI Calculator

Monthly EMI

₹ 0

Interest Payable

₹ 0

পার্সোনাল লোন অ্যাপ

পার্সোনাল লোন অ্যাপ

Herofincorp পার্সোনাল লোন অ্যাপ্লিকেশানের মাধ্যমে 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত সুদের হার 19% থেকে শুরু করে লোন পান৷ এই অনলাইন লোন অ্যাপটি আপনাকে 12 মাস থেকে 36 মাসের মধ্যে পরিশোধ করতে দেয়। Herofincorp অ্যাপের মাধ্যমে ঋণ অনুমোদন প্রক্রিয়া খুবই সহজ, এবং আপনি 24 ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবেন। এটি ভারতে একটি তাত্ক্ষণিক ঋণ অ্যাপ যা দ্রুত এবং সাশ্রয়ী মূল্যের ঋণ অফার করে, ব্যবহারকারীদের কোনো নথির প্রয়োজন ছাড়াই সহজেই আবেদন করতে দেয়। এটি আপনার শিক্ষা, ভ্রমণ, চিকিৎসা, বাড়ি সংস্কার, ঋণ পরিশোধ, বিয়ে বা জরুরি প্রয়োজনের জন্য ঋণ নেওয়ার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। Herofincorp অ্যাপ ডাউনলোড করুন এবং অবিলম্বে ঋণ প্রক্রিয়া শুরু করুন।

হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি

শুরু থেকে শেষ পর্যন্ত হিরোফিনকর্প একটি খুবই সহজ পার্সোনাল লোন অ্যাপ। এই অ্যাপটির সরল বৈশিষ্ট্যসমূহের জন্য আর্থিক প্রয়োজনের সময়ে ঋণগ্রহীতাদের বিরাট সহায়তা হয়। এটি একটি সংক্ষিপ্ত ও আঁটসাঁটো স্মল লোন অ্যাপ যাতে সীমিত কয়েকটি ধাপে লোন অ্যাপ্লিকেশন করা, অনুমোদন পাওয়া ও অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া সম্ভব হয়।

ভারতে প্রচলিত বহু পার্সোনাল লোন অ্যাপগুলির মধ্যে হিরোফিনকর্প তার চমকপ্রদ বৈশিষ্ট্য ও সুবিধাগুলির জন্য সব থেকে এগিয়ে রয়েছে, যার ফলে বহু ঋণগ্রহীতার জীবনটাই বদলে গেছে। হিরোফিনকর্প আপনার লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখে কারণ আপনি নিজের স্বপ্ন পূরণের জন্য এখান থেকে সময়মতো লোন পাবেন। আসুন, নীচে এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক:

instantApproval.png
ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস

নতুন ব্যবহারকারীরা হিরোফিনকর্প অ্যাপে নিজেদের রেজিস্টার করতে যাবার সময় প্রতিটি পর্যায়ে স্বচ্ছন্দে নেভিগেট করতে পারেন। এটি সঠিক ভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়াকে সুনিশ্চিত করে।

hassle.png
পেপারলেস ডকুমেন্টেশন

রেজিস্ট্রেশন করার সময় কোন ফিজিক্যাল ডকুমেন্ট দরকার হয় না। অনলাইনে দাখিল করা কেওয়াইসি বিবরণ আর আয়ের প্রমানপত্র থেকেই ভেরিফিকেশন সম্পন্ন হয়।

05-Collateral.svg
লোন নেবার জন্য কোল্যাটারাল দরকার নেই

হিরোফিনকর্প থেকে পার্সোনাল লোন নেবার জন্য কোন জমানত কিংবা জামিনদার দরকার নেই। যোগ্যতামান থাকলেই যে কেউ দ্রুত লোন পেয়ে যাবেন।

online_loan_application_d4d73a19ed.svg
স্মল ক্যাশ লোন:

হিরোফিনকর্প থেকে ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত লোন নিয়ে আপনার আর্থিক প্রয়োজন মেটান।

collateral_free_2a1efcdf25.svg
কম সুদের হার

লোনের পরিমানের উপর সুদের হার তাকে খুব বেশি প্রভাবিত করে। হিরোফিনকর্প থেকে লোন নিলে সুদের হার খুবই কম, মাসিক ১.৬৭% থেকে শুরু। এর ফলে প্রতিমাসে ইএমআই দেবার দায় কম হয়।

instantDisbursal.png
দ্রুত অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়

রেজিস্টার করা বিবরণ যাচাই করে নেবার পর কয়েক মিনিটের মধ্যেই লোনের অনুমোদন দেওয়া হয়। দ্রুত লোনের টাকা ঋণগ্রহীতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।

t6_ecb3678fff.svg
কোন লুকানো খরচ নেই

কোন পর্যায়ের অতিরিক্ত কোন চার্জ চাপিয়ে দেওয়া হয় না, পার্সোনাল লোন বা অন্যান্য ধরণের লোন নিতে গেলে লোক ঠকাবার জন্য সাধারনতঃ যে সব ফাঁদ পাতা থাকে এটা তার অন্যতম।

কিভাবে হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে?

জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, পরিষেবার খরচ ও সর্বোপরি জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার জন্য পার্সোনাল লোন অ্যাপের জনপ্রিয়তা বেড়ে গেছে। হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপ ব্যবহার করার জন্য সাংঘাতিক কোন টেকনোলজিক্যাল জ্ঞান থাকার দরকার নেই। এটি ব্যবহার করা সহজ এবং আলাদা আলাদা ধরণের ব্যবহারকারীদের কথা ভেবেই এর ডিজাইন করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করা যাবে :

 

  • 01

    হিরোফিনকর্প কেবল মাত্র গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। আপনার ফোনটি নিন আর গুগল প্লে স্টোরে গিয়ে হিরোফিনকর্প অ্যাপটিকে খুঁজুন।

  • 02

    অ্যাপটিকে ডাউনলোড করার জন্য “ইনস্টল” ক্লিক করুন।

  • 03


    অ্যাপটি সফল ভাবে ডাউনলোড করার পর “ওপেন” ক্লিক করে নিজের ফোনে এই অ্যাপটি ব্যবহার করা শুরু করে দিন।

  • 04

    হিরোফিনকর্প যাতে আপনার লোকেশন বুঝতে পারে তার জন্য লোকেশন সেটিং-এ গিয়ে সেটিকে সক্রিয় করুন।

  • 05

    এরপর, আপনার মোবাইল নম্বর/ইমেল ঠিকানা সহ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিন। ব্যবহারকারীর নিরাপত্তার কারণে এই বিবরণ সমূহ একটি ওটিপির মাধ্যমে যাচাই করে নেওয়া হয়।

কিভাবে হিরোফিনকর্প অ্যাপ-এর মাধ্যমে পার্সোনাল লোনের জন্য আবেদন করা যাবে?

st1_76b8d5ed29.png
  • নিজের স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প অ্যাপটি ইনস্টল করুন
  • ইমেল ও মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্টার করুন, এই ধাপটি একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে সুরক্ষিত
  • আপনার বর্তমান ঠিকানার পিন কোড এন্টার করুন
st2_a2ca962625.png
  • হিরোফিনকর্প অ্যাপ আপনাকে উন্নততর পরিষেবা দেবার লক্ষ্যে যে সব অনুমতি চাইছে সেগুলি দিন
  • নিজের প্রয়োজন অনুসারে ইনস্ট্যান্ট ক্যাশ লোন ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করুন
  • আধার, প্যান অথবা যে কোন বৈধ ডকুমেন্ট সহ আপনার কেওয়াইসি বিবরণ সম্পূর্ণ করুন
st3_48f2d9696f.png
  • আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করানোর জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করুন
  • সাবমিট বাটন ক্লিক করুন আর তাহলেই কাজ শেষ
  • নিজের পরিশোধসূচী বা আই-ম্যানডেট সাজিয়ে নিন
  • একবার মাত্র ক্লিক করে লোনের চুক্তিপত্রে ই-সাইন করুন
instant_Disbursal_cb0b2ac0e9.png
  • আপনার লোনের টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে

হিরোফিনকর্প অ্যাপের প্রধান বৈশিষ্ট্যগুলি

হিরোফিনকর্প একটি অবিশ্বাস্য অ্যাপ যা সংকটের সাথে লড়াইয়ের সময় বহু মানুষকে সাহায্য করেছে। এই দ্রুতশীল পৃথিবীতে মানুষের যখন অপেক্ষা করার সময় নেই, তার সাথে তাল মিলিয়ে হিরোফিনকর্প খুবই দ্রুত, মাত্র ২৪ ঘন্টায় পার্সোনাল লোন দিয়ে দিচ্ছে। নিচে সেই সব প্রধান বৈশিষ্ট্যগুলি দেওয়া হ’ল যার জন্য হিরোফিনকর্প ভারতের সব থেকে সুবিধাজনক পার্সোনাল লোন অ্যাপগুলির একটি হয়ে উঠেছে।
hero icon

৫০,০০০ টাকা থেকে ১.৫০ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। লোনের পরিমান সীমিত হওয়ায়, পরিশোধ করা সুবিধাজনক।

hero icon

যে ভাবে নেট ব্যাঙ্কিং এসে অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত সক্রিয়তাকে বাড়িয়ে দিয়েছে, ঠিক সেই ভাবেই হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে লোন পরিশোধ করা খুবই সহজ।

hero icon

সুদের হারের জন্যই যে কোন লোনের বোঝা বেড়ে যায়। কিন্তু যদি সুদের হার কম হয়, তাহলে লোনের জন্য আবেদন করা আপনার পক্ষে সহায়ক। হিরোফিনকর্প থেকে লোন নিলে তার জন্য মাসিক সুদের হার ১.৬৭% থেকে শুরু এবং এতটাই কম।

hero icon

ন্যূনতম প্রক্রিয়াকরণের খরচ ২.৫% + জিএসটি (প্রযোজ্য অনুসারে)। কোথাও, কোন পর্যায়েই কোন লুকানো খরচ নেই।

hero icon

সরাসরি অ্যাপ থেকে স্বয়ংক্রিয় ভাবে পরিশোধ করা যেতে পারে। রেজিস্ট্রেশনের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লোন দেবার প্রক্রিয়াকে লিঙ্ক করা হয়েছিল ইএমআইর পরিমান সেই অ্যাকাউন্ট থেকে ডেবিট করে নেওয়া হবে।

সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী

অন্য যে কোন মোবাইল অ্যাপের মতোই একটি পার্সোনাল অ্যাপ ব্যবহার করাও খুব সহজ এবং তা দিনের যে কোন সময়ে করা যায়। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, প্রয়োজনীয় বিবরণ এন্টার করে রেজিস্টার করান এবং লোনের আবেদন প্রক্রিয়া শুরু করে দিন।
নিজের ফোনে পার্সোনাল লোন অ্যাপ ইনস্টল থাকা সুনিশ্চিত করুন। লগ ইন করে বা একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে শুরু করুন। লোনের পরিমান ও ইএমআইর পরিমান ঠিক করে নিন। এরপর ব্যক্তিগত বিবরণ, কেওয়াইসি বিবরণ ও আর্থিক প্রমানপত্রাদি যাচাই করিয়ে নিন। দাখিল করার পর মাত্র কয়েক মিনিটেই প্রক্রিয়াকরণ হয়ে যাবে। যদি কোন গন্ডগোল না থাকে তাহলে লোনের টাকা তৎক্ষনাৎ রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
হিরোফিনকর্প অ্যাপে একটি সহজে ব্যবহারযোগ্য ড্যাশবোর্ড রয়েছে। যারা অ্যাপটি ডাউনলোড করেছেন, এটি তাদের জন্য সুবিধাজনক। কিভাবে কাজ করে তা বোঝানোর জন্য ব্যাখ্যা করার প্রয়োজন নেই আর প্রতিটি ধাপই পরিস্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে: গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প অ্যাপ ইনস্টল করুন মোবাইল নম্বর ও ইমেল আইডির মাধ্যমে রেজিস্টার করিয়ে নিন বর্তমান বাসস্থান যে অঞ্চলে তার পিন কোড দিন লোনের আসলের পরিমান ও সুদের হার বিবেচনা করে ইএমআই ক্যালকুলেটরের সাহায্যে পছন্দমতো ইএমআই নির্ধারিত করে নিন কেওয়াইসি বিবরণ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে নিন, লোনের পরিমান সাথে সাথে ঋণগ্রহীতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে
আপনার স্মার্টফোনে ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করুন। আপনি যে অ্যাপটি ডাউনলোড করেছেন সেখানে যোগ্যতামান কি চাইছে সেটা দেখুন, কেননা আলাদা আলাদা অ্যাপের যোগ্যতামান সংক্রান্ত চাহিদা আলাদা হতে পারে। তাছাড়াও, যে সব কাগজপত্র দাখিল করা বাধ্যতামূলক সেগুলি তৈরি রাখুন আর দ্রুত মাত্র ২৪ ঘন্টার মধ্যে লোন পাবার জন্য ইনস্ট্যান্ট লোন অ্যাপটিতে রেজিস্ট্রেশন করে এগিয়ে যান। ধাপগুলি পর পর অনুসরণ করুন ও আবেদনপত্র দাখিলের প্রক্রিয়া সম্পূর্ণ করুন। যেই মুহূর্তে দাখিল করা বিবরণ যাচাই করা হয়ে যাবে, লোনের অনুমোদন ও ব্যাঙ্কে টাকা পাঠানোর ধাপটি ঐ একই দিনে সম্পন্ন হয়ে যাবে।
গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প জাতীয় একটি বিশ্বাসযোগ্য ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ ডাউনলোড করুন। অনলাইন লোন অ্যাপ্লিকেশন দাখিল করার জন্য প্রথমে সরল রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুসরণ করুন। ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপগুলিতে কোল্যাটারাল দরকার হয় না এবং এখানে পেপারলেস ডকুমেন্টেশন পদ্ধতিতে কাজ হয় বলে অবিলম্বে একটি পার্সোনাল লোন পেতে সাহায্য হয়।
কোন ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপের মাধ্যমে অনলাইনে পার্সোনাল লোন পাওয়া সহজ এবং সেটিকে সহজেই স্মার্টফোনে ডাউনলোড করে নেওয়া যায়। আপনি অনলাইনে একটি ইনস্ট্যান্ট লোন অ্যাপ ব্যবহার করে ২৪ ঘন্টার মধ্যে কোন লোনের অনুমোদন পেয়ে যাবেন। এখন আপনাকে কোন পার্সোনাল লোনের আবেদনপত্র নিয়ে ব্যাঙ্কের শাখায় ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে না। তার বদলে আরাম করে নিজের বাড়িতে বসে একটি পার্সোনাল লোন পেতে পারেন।
গুগল প্লে স্টোরের মতো বিশ্বাসযোগ্য উৎস থেকে অথবা কোন নিরাপদ ওয়েবসাইট ইউআরএল (https:// দিয়ে শুরু) থেকে ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। তার উপর, ইনস্ট্যান্ট লোন অ্যাপগুলিতে একেবারে প্রথম পর্যায়ে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি-র মাধ্যমে রেজিস্ট্রেশন করার সময় সুরক্ষার কারণে ওটিপি ভেরিফিকেশন করতে হয়। নিরাপত্তার টিপস মেনে চলা ছাড়াও লোনের আবেদন করার সময় ঋণগ্রহীতাদের নিজেদের সহজাত অনুভূতিকে মান্যতা দিতে হবে। অর্থাৎ যদি কখনও লোন অ্যাপটিকে সন্দেহজনক মনে হয় এবং আপনার কাছ থেকে যদি অপ্রাসঙ্গিক তথ্যাদি চাওয়া হয় তাহলে সেই অ্যাপটিকে আপনার ডিভাইস থেকে আনইনস্টল করে দেওয়া উচিত।
কোন অনলাইন পার্সোনাল লোন অ্যাপ নিরাপদ কিনা সেটা ঋণগ্রহীতা নিজেই যাচাই করতে পারবেন। একটি পার্সোনাল লোন অ্যাপকে তার অফিসিয়াল ওয়েবসাইটের সাথে মিলিয়ে দেখুন। অ্যাপ ও সংশ্লিষ্ট ওয়েবসাইটের তথ্য একই আছে কিনা মিলিয়ে দেখুন। যদি তথ্যের কোন তারতম্য দেখেন, তাহলে সেই লোন অ্যাপ থেকে লোন না নেওয়াই ভালো হবে। তাছাড়া, সব বিশ্বাসযোগ্য কোম্পানির নিজস্ব লোন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে পাওয়া যায়। তাদের রেটিং স্কোর দেখে আপনি সেই পার্সোনাল লোন অ্যাপগুলির জনপ্রিয়তা সম্পর্কে জানতে পারবেন।