ডিজিট্যাল লোন অ্যাপ্লিকেশন
এখন সশরীরে লোনের আবেদন করার জায়গা নিয়েছে ইনস্ট্যান্ট লোন অ্যাপ। ঋণগ্রহীতারা যে সব প্রমাণপত্রাদি দাখিল করা বাধ্যতামূলক, সেগুলির সফট কপি আপলোড করতে পারেন অথবা কেওয়াইসি ডকুমেন্ট অনুযায়ী বিবরণ এন্টার করতে পারেন। এর ফলে সশরীরে কোন শাখায় গিয়ে লোনের আবেদন জমা দেবার ঝামেলা পোহাতে হয় না।