ন্যূনতম প্রমানপত্র দরকার হয়
মোবাইল লোনের আবেদন করার সময়, কাগজ আকারে কোন প্রমাণপত্র দেবার ব্যাপার নেই। প্রমাণপত্র অথবা প্রমাণপত্র সংক্রান্ত বিবরণ, যেমন আধার কার্ড নম্বর, অনলাইনে পেপারলেস ফর্ম্যাটে দাখিল করতে হবে।
মোবাইল ফোন এখন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অনলাইন মোবাইল লোনের মাধ্যমে, আপনি সহজেই কোনো আমানতের প্রয়োজন ছাড়াই একটি মোবাইল ফোন কিনতে পারবেন। কিভাবে মোবাইল থেকে লোন পাবেন, লোনের জন্য আমাদের ইনস্ট্যান্ট লোন অ্যাপ ব্যবহার করতে পারেন। মোবাইল থেকে এই ঋণগুলি 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় এবং 12 থেকে 36 মাসের মধ্যে নমনীয় EMI-এর মাধ্যমে পরিশোধ করা যেতে পারে। দ্রুত অনুমোদনের সাথে, আপনি সহজেই আপনার পছন্দের মোবাইল ফোন কিনতে পারেন। মোবাইল লোন আপনাকে আর্থিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে, আপনাকে আপনার চাহিদা পূরণ করে এমন সর্বশেষ ফোন কেনার অনুমতি দেয়। এটি একটি সহজ এবং দ্রুত সমাধান।
মোবাইল লোন একটি আনসিকিওরড পার্সোনাল লোন যা ২৪ ঘন্টায় মঞ্জুর হয়। আপনি সহজেই অনলাইনে পার্সোনাল লোন অ্যাপের ম্যাধ্যমে একটি ইনস্ট্যান্ট লোন ফর মোবাইল নেবার আবেদন করতে পারেন। তাই, নিজের জন্মদিনে নিজেকে অথবা আপনার ভালোবাসার মানুষটিকে যদি একটা লেটেস্ট স্মার্টফোন মডেল উপহার দিতে যান, তাহলে কেনার খরচ সম্বন্ধে বেশি চাপ না নিয়ে অনলাইনে একটি মোবাইল লোন নেবার কথা ভাবুন। মোবাইল লোনের বৈশিষ্ট্যগুলি দেওয়া হল যা থেকে ঋণগ্রহীতারা উপকৃত হতে পারেন:
প্রয়োজনীয় যোগ্যতামান ও প্রমাণপত্রাদির ব্যাপারে পরিস্কার ধারনা থাকলেই একটি মোবাইল ফোনের জন্য আবেদন করে ফেলুন আর পুরো পেমেন্ট করার চাপ না নিয়েই লেটেস্ট স্মার্টফোনটি কিনে ফেলুন। আজকাল ইনস্ট্যান্ট পার্সোনাল লোন এসে সহজেই মোবাইল লোন পাবার সুবিধা হয়ে যাওয়ায় অনলাইনে মোবাইল ফোন কেনা এখন একটি সাধারণ ব্যাপার। নিচের পদ্ধতি অনুসরণ করে অনলাইন পার্সোনাল লোন অ্যাপের মাধ্যমে আপনি মোবাইল লোনের জন্য আবেদন করতে পারেন।
আপনার মোবাইল লোন নম্বর আর এরিয়া পিন কোড এন্টার করুন
আপনার ব্যক্তিগত, বৃত্তিগত এবং আর্থিক বিবরণ দিন
আপনার আধার কার্ড নম্বর/প্যান এন্টার করুন
আপনার পেশা ও কোম্পানির ঠিকানা এন্টার করুন
আপনার মোবাইল লোনের পরিমান লোন ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে নিজের মনের মতো করে নিন
হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত মোবাইল লোন দিতে আগ্রহী একটি উপযোগী প্ল্যাটফর্ম। ক্রেতারা হিরোফিনকর্পমোবাইল লোন ব্যবহার করে সহজেই দামি ব্র্যান্ড বা টপ মডেলের মোবাইল ফোন কেনার কথা ভাবতে পারেন।