H.Ai Logo
H.Ai Bot
Powered by GPT-4
Terms of Service

I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.

পার্সোনাল লোনকে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের জন্য আলাদা ভাবে এমন ডিজাইন করা হয়েছে যাতে সঠিক সময়ে আর্থিক যোগান পেয়ে তাঁদের নিজেদের পেশাগত ও ব্যক্তিগত লক্ষ্য পূরণে সহায়তা পান। উচ্চতর শিক্ষার খরচ, ব্যবসা বাড়ানো, বাড়ির সংস্কার, বিনিয়োগ, চিকিৎসার প্রয়োজনে উন্নততর যন্ত্রপাতি কেনার খরচ মেটানো, বিয়ের খরচ এবং ছুটি কাটাবার খরচপত্র এর অন্তর্গত। চিকিৎসকদের লোন দরকার নগদ টাকার প্রবাহ বজায় রাখা অথবা তা নতুন সম্পত্তি কেনা, ক্লিনিক বা হাসপাতাল নির্মানের জন্য লাগতে পারে। চিকিৎসকদের জন্য পার্সোনাল লোন নেওয়া ১০০% সহজসাধ্য, এই লোনের টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যায়।

চিকিৎসা পেশার সাথে যাঁরা যুক্ত রয়েছেন, সেই সব চিকিৎসক ও মানুষদের প্রতিটি দিনই কিভাবে কাটবে তার সম্পর্কে কোন আগাম ধারণা করা মুশকিল। তার উপর আবার সময় বার করে ব্যাঙ্কে গিয়ে লোনের আবেদন করা যথেষ্ট সময়সাধ্য ব্যাপার। অনলাইন লোন অ্যাপ বা ক্রেডিট পোর্টালের মাধ্যমে চিকিৎসকদের জন্য ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের জন্য আবেদনপত্র দাখিল করা এখন অনেক বেশি স্মার্ট পদ্ধতি। ডিজিট্যাল লোন প্ল্যাটফর্মে বেশ খানিকটা সময় বাঁচে। কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসকদের জন্য লোনের অনুমোদন দিয়ে দেওয়া হয় আর ২৪ থেকে ৪৮ ঘন্টা সময়সীমার মধ্যে লোনের টাকা দিয়ে দেওয়া হয়।

হিরোফিনকর্প এমন একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ যা চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের জন্য একদম যথাযথ। হিরোফিনকর্প নিয়ে এসেছে হিরোফিনকর্প অ্যাপ, যার মাধ্যমে সহজে লোনের আবেদন করা যায়। এখানে পেপারলেস ডকুমেন্টেশন পদ্ধতিতে কাজ হয় এবং দ্রুত অনুমোদন পাওয়া যায়। গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প অ্যাপ ডাউনলোড করে পার্সোনাল লোন পাবার প্রক্রিয়া শুরু করুন।

logo
সহজ ডিজিটাল প্রক্রিয়া
logo
ন্যূনতম বেতন প্রয়োজন ₹15K
logo
দ্রুত বিতরণ
Personal Loan For Doctors EMI Calculator

Monthly EMI

₹ 0

Interest Payable

₹ 0

চিকিৎসকদের জন্য পার্সোনাল লোনের বৈশিষ্ট্য ও সুবিধা

সুদের হার নিজের ইচ্ছামতো নির্দিষ্ট করুন/কাস্টমাইজড করুন

লোনের আসলের পরিমানের উপর সর্বদাই একটি সুদ চাপানো হয়। চিকিৎসকদের মেডিক্যাল প্রোফাইল ও তাঁদের ইনকাম স্ল্যাব বিবেচনা করে লোনের উপর প্রদেয় সুদের হার নির্ধারণ করা হয়। তার ফলে চিকিৎসকদের লোনের পরিমানের উপর সুনিশ্চিত ভাবে যথাযথ সুদের হার প্রযোজ্য হয়, যাতে পরিশোধ প্রক্রিয়া বোঝা হয়ে না দাঁড়ায়।

কোল্যাটারাল রাখার চাপ থেকে মুক্ত

পার্সোনাল লোন আনসিকিওরড লোন হওয়ায় এক্ষেত্রে লোনের পরিবর্তে ধন বা সম্পত্তি গচ্ছিত রাখতে হয় না। পার্সোনাল লোনের অনুমোদন পেতে কম সময় লাগার অনেকগুলি কারণের মধ্যে এটাও একটা কারণ। তাই, এমনকি চিকিৎসকদের জন্য পার্সোনাল লোনও এই আনসিকিওরড শ্রেণীভূক্ত যাতে চিকিৎসকদের লোন অনুমোদন করার জন্য কোন কোল্যাটারাল দাবি করা হয় না।

ব্যক্তিগত ভিত্তিতে লোনের ব্যবস্থাপনা

মোবাইল ফোনে ইনস্ট্যান্ট লোন অ্যাপস থাকলে চিকিৎসকরা অনায়াসে তাঁদের লোনের আবেদনপত্র, ডকুমেন্টেশন কিংবা লোনের পরিস্থিতি সম্পর্কে যাবতীয় যা কিছু করার, তা নিজেরাই করে নিতে পারেন। ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে নিজের পার্সোনাল লোনের পরিস্থিতি দেখে নেওয়া চিকিৎসকদের পক্ষে আদর্শ উপায় কেননা এভাবে তাঁরা কয়েক মিনিটেই তাঁদের পার্সোনাল লোন সম্পর্কিত যে কোন জিনিস দেখে নিতে পারবেন এবং তাঁদের প্রতিদিনের ব্যস্ত সময়সূচীতে কোন বিঘ্ন ঘটবে না।

সহজ ডকুমেন্টেশন পদ্ধতি

এখন আর বাধ্যতামূলক প্রমানপত্রগুলির ফটোকপি দরকার হয় না কেননা সেগুলি ডিজিট্যাল ফর্ম্যাটে দাখিল করা হয়। চিকিৎসকদের জন্য পার্সোনাল লোন পাবার জন্য এখন ঋণগ্রহীতাকে সফট কপি আপলোড করতে হবে অথবা তাঁদের ব্যক্তিগত প্রমানপত্রাদি, যেমন আধার কার্ড নম্বর, প্যান ইত্যাদি সম্পর্কিত অনুমোদিত কোড এন্টার করতে হবে যা দিয়ে চিকিৎসকদের জন্য পার্সোনাল লোনের ভেরিফিকেশন সম্পন্ন হবে।

স্বয়ংক্রিয় ভাবে ইএমআই কেটে নেওয়া হবে

যখনই চিকিৎসকদের জন্য পার্সোনাল লোন অনুমোদিত হবে ও দিয়ে দেওয়া হবে, তাঁদের আর কষ্ট করে প্রতি মাসে ইএমআই দেবার দিন তারিখ মনে রাখতে হবে না। চিকিৎসকদের জন্য পার্সোনাল লোনের ইএমআই স্বয়ংক্রিয় ভাবে কেটে নেওয়া হবে ও ভুলে যাবার কোন ব্যাপারই থাকবে না।

চিকিৎসকদের জন্য পার্সোনাল লোনের যোগ্যতামান কি?

ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলি পার্সোনাল লোন অ্যাপস তৈরি করেছেন যাতে আয়ের ভিত্তিতে নানান শ্রেণীর মানুষরা তাদের আর্থিক প্রয়োজন মেটাতে পারেন। লোনস ফর ডক্টরসও এরকমই একটি পার্সোনাল লোনের শ্রেণীভূক্ত যেখানে চিকিৎসা পেশার সাথে যুক্ত মানুষজন নিজেদের বিভিন্ন আর্থিক প্রয়োজনে সহায়তা পেতে পারেন। লোনের আবেদনের সাথে যোগ্যতামানের বিষয়টি যুক্ত থাকে, একই ভাবে পার্সোনাল লোন পাবার জন্য এমনকি চিকিৎসকদেরও কিছু নির্দিষ্ট যোগ্যতামান স্থির করা থাকে। চিকিৎসকদের পার্সোনাল লোন পাবার যোগ্যতামান তাঁদের উপার্জন/বেতন এবং নির্দিষ্ট সময়সীমায় লোন পরিশোধ করার ক্ষমতার উপর নির্ভর করে।

1

চিকিৎসকের স্নাতক পর্যায়ের সংশাপত্র ও স্নাতকোত্তর পর্যায়ের অভিজ্ঞতা*

2

চিকিৎসকের নিজস্ব একটি বাড়ি, ক্লিনিক বা হাসপাতাল থাকতে হবে *

3

চিকিৎসকের মেডিক্যাল রেজিস্ট্রেশনের সংশাপত্র থাকতে হবে *

4

একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ চাই যেখানে চিকিৎসকের বেতন/উপার্জন জমা হয়

5

ব্যবসার প্রমানপত্র লাগবে

6

চিকিৎসকের বয়স ২১ বছর থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে

7

পরিচয় পত্র (আধার কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স)

8

ঠিকানার প্রমানপত্র (রেশন কার্ড/পাসপোর্ট/বিদ্যুতের বিল/টেলিফোন বিল)

9

আয়ের প্রমানপত্র (বিগত ৬ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও ইনকাম ট্যাক্স রিটার্ণ ফাইল)

ঋনদাতার চাহিদার উপর নির্ভর করে

চিকিৎসকদের জন্য নির্ধারিত পার্সোনাল লোনের জন্য কিভাবে আবেদন করতে হবে?

একজন চিকিৎসক কিংবা স্বাস্থ্য সেবায় যুক্ত কোন মানুষের বৃত্তিকে একটি দায়িত্বপূর্ণ পেশা হিসাবে গণ্য করা হয় যাতে দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা দরকার হয় যার সাহায্যে একজন রোগীর স্বাস্থ্যের উন্নতি ঘটানো যায়। নিজের চিকিৎসার গুণমানকে আরও উন্নত করার জন্য চিকিৎসকদের একটি পার্সোনাল লোন দরকার হতে পারে। পেশাগত কারণ ছাড়াও ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাবার জন্যেও চিকিৎসকদের লোন দরকার হতে পারে। চিকিৎসকরা অনলাইনে ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের আবেদন করতে চাইতে পারেন:

 
loan-for-marriage.webp

  • 1

    আপনার অ্যানড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে একটি পার্সোনাল লোন অ্যাপ ডাউনলোড করে নিন

  • 2

    নিজের ইমেল আইডি অথবা মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন

  • 3

    লোনের আবেদনের জন্য ফর্ম পূরণ করুন, যেগুলি পূরণ করা বাধ্যতামূলক, সেদিকে নজর রাখুন

  • 4

    লোনের জন্য যা যা লাগবে সেগুলি আপলোড করুন - আধার কার্ড, আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর (ওটিপি পাবার জন্য), প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিবরণ

  • 5

    যাচাই করে নেবার পর লোনের অনুমোদন হয়ে আপনার ব্যাঙ্কে ৪৮ ঘন্টার মধ্যে টাকা ঢুকে যাবে

সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী

চিকিৎসকদের জন্য নির্দিষ্ট পার্সোনাল লোনের জন্য অনলাইনে ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে চট করে আবেদন করা যায়। অনলাইনে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে হলে চিকিৎসকদের কাছে এটাই সহজতম উপায়। এতে লোনের আবেদন করার জন্য সশরীরে ব্যাঙ্কে যাবার প্রয়োজন হয় না বলে সময় বাঁচে।
চিকিৎসকদের জন্য লোনের সর্বাধিক পরিমান সুনির্দিষ্ট করা নেই। চিকিৎসকদের পার্সোনাল লোনের পরিমান কত হবে তার পুরোটাই নির্ভর করে ঋণদাতা সর্বাধিক কত টাকা লোন দিতে পারেন, তার উপর। বিভিন্ন ঋণদাতার মর্জি ও বিবেচনার উপরে এটি নির্ভর করে।
ডক্টর লোন পাবার জন্য আপনি একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ ডাউনলোড করতে পারেন, তারপর আবেদন প্রক্রিয়া অনুসরণ করে অনলাইনে যাচাইয়ের জন্য প্রমানপত্রাদি দাখিল করা হয়ে গেলে তার অনুমোদনের জন্য অপেক্ষা করুন। এরপর ২৪ ঘন্টার মধ্যে লোনের টাকা আপনার নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
কোন চিকিৎসক অনলাইনে লোনের আবেদন করতে গিয়ে ইএমআই ক্যালকুলেটর বা ইন্টারেস্ট রেট ক্যালকুলেটর ব্যবহার করে নিজের লোনের উপর কত টাকা সুদ ধার্য হবে সেটা দেখে নিতে পারেন। ঋণদাতা আলাদা হলে এটি বদলাতে পারে লোনের আসলের পরিমান ও মেয়াদের সময়সীমা অনুসারে এটি আলাদা হয়।
হ্যাঁ, ব্যক্তিগত ও পেশাগত উভয় প্রয়োজনেই চিকিৎসকরা লোন পেতে পারেন। একটি লোন ফর ডক্টর মেডিক্যাল চিকিৎসার মানকে উন্নত করতে, ক্লিনিকের আয়তন বাড়াতে অথবা উচ্চশিক্ষা, ভ্রমণ, বাড়ি মেরামত ও সংস্কার ইত্যাদির মতো নিজের ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাবার কাজে লোন নেওয়া যেতে পারে।
ডাক্তারদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসাবিদ্যা সংক্রান্ত সংশাপত্র সহ তাঁদের মুল পরিচয়পত্র যেমন, প্যান কার্ড আধার কার্ড ও আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে। আধার কার্ড না থাকলে তার পরিবর্তে পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ইউটিলিটি বিল দিলেও হবে।
প্রমানপত্রাদির প্রক্রিয়াকরণ ও যাচাই করা হয়ে গেলে একজন ডাক্তারের অ্যাকাউন্টে লোনের টাকা পৌঁছতে ৪৮ ঘন্টার বেশি সময় লাগবে না।
চিকিৎসকদের পার্সোনাল লোন পাবার বিষয়টি তাঁদের আয়/বেতন, ও নির্দিষ্ট মেয়াদের মধ্যে লোন পরিশোধ করার সক্ষমতার উপর নির্ভর করে।