boticon

মহিলাদের পার্সোনাল লোনের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি

t1.svg
দ্রুত অনুমোদন

অনলাইন ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে ২৪ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি লোনের অনুমোদন পাওয়া যায়।

t2.svg
কোন কোল্যাটারাল দরকার নেই

পার্সোনাল লোন একটি কোল্যাটারাল বর্জিত প্রক্রিয়া আর তাই কোন সিকিউরিটি বা জামিনদার ছাড়াই লোন পেতে মহিলাদের সুবিধা হয়।

t3.svg
স্মল লোন স্কিমস

সরকারী আর্থিক সংস্থাগুলি মহিলাদের আর্থিক বোঝা লাঘব করার জন্য ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত স্মল ক্যাশ লোন চালু করেছেন।

t4.svg
কোন লুকানো খরচ নেই

ঋণগ্রহীতারা লোন দেবার পদ্ধতির পুরোপুরি স্বচ্ছতা সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারেন। পার্সোনাল লোন সম্পর্কে বোঝা ও তার জন্য সহজে আবেদন করতে কোন অতিরিক্ত খরচ দরকার নেই।

t5.svg
প্রমাণপত্রাদি পেশ করা সহজ

ঝামেলাহীন ও পেপারলেস পদ্ধতিতে সীমিত কিছু প্রমাণপত্র দাখিল করতে হয়, লোন দেবার প্রক্রিয়া খুব দ্রুতগতিতে সম্পন্ন হয়, তাই মহিলাদের পক্ষে লোন আবেদন করা সহজ হয়ে যায়।

t6.svg
সুদের হার কম

অনেকগুলি বিশেষ প্রকল্প ও সুযোগ ব্যবস্থা প্রয়োগ করে পার্সোনাল লোনের জন্য আবেদন প্রক্রিয়াকে মহিলাদের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। সুদের হার যত কম হবে, ইএমআই একই সাথে কমবে ও পরিশোধ করা সহজ হবে।

t5.svg
আগাম পরিশোধের ক্ষেত্রে কোন জরিমানা নেই

যদি প্রথম ইএমআই দেবার সময়ের আগেই পরিশোধ সম্পন্ন হয়, তাহলে কিছু কিছু ঋণদাতা আগাম পরিশোধের ক্ষেত্রে জরিমানা করেন না। এর ফলে আপনি আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী সম্পূর্ণ লোনের পরিমাণটাই পরিশোধ করে দিতে পারবেন‌ তবে প্রথম ইএমআইটি পরিশোধ হবার পর। এর জন্য কোন ফি বা জরিমানা ধার্য হবে না...

মহিলাদের জন্য পার্সোনাল লোনের যোগ্যতামান কি হবে?

মহিলাদের জন্য পার্সোনাল লোনের যোগ্যতামান ঋণদাতা অনুযায়ী আলাদা হতে পারে। বিভিন্ন লোনের জন্য লোন নেবার উদ্দেশ্য ও ঋণগ্রহীতার পেশা অনুসারে প্রার্থিত যোগ্যতামান ভিন্ন হতে পারে:

01


অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

02

বয়স অবশ্যই ২১ বছর ত্থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে।

03

মাসিক উপার্জন কমপক্ষে ১৫,০০০ টাকা হতে হবে।

04

বেতনভোগী মহিলাদের ছয় মাসের বেতনের প্রমাণপত্র বা ইনকাম ট্যাক্স রিটার্ণ ফাইল দিতে হবে।

05

পার্সোনাল লোনের অনুমোদনের জন্য জরুরী আয়ের প্রমাণপত্র না থাকলে মহিলারা একজন জামিনদার রাখতে পারেন অথবা ফর্ম ১৬ দাখিল করতে পারেন।

06

একজন স্ব-নিয়োজিত মহিলার ক্ষেত্রে ব্যবসার স্থিতিশীলতা ও ৬ মাসের ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত বিবরণ জমা দেওয়া বাধ্যতামূলক।

যদি লোনের জন্য ডিজিট্যাল পদ্ধতিতে আবেদন করা হয়ে থাকে কিংবা কোন অনলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করা হয় তাহলে প্রয়োজনীয় প্রমাণপত্রের সংখ্যা নগণ্য হয়। তাই, উচ্চাকাঙ্ক্ষী মহিলারা যদি পার্সোনাল লোন ব্যবহার করে তাঁদের লক্ষ্য পূরণ করতে চান তবে তাঁদের কাছে নিম্নলিখিত প্রমাণপত্রাদি থাকতে হবে: 

07

পরিচয়ের প্রমাণপত্র - আধার কার্ড/স্মার্ট কার্ড আকারে ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড।

08

ঠিকানার প্রমানপত্র - পাসপোর্ট/রেশন কার্ড/ভোটার আইডি/আধার কার্ড।

09

কাজের বিবরণ (বেতনভোগী মহিলার ক্ষেত্রে) - কাজের স্থিতিশীলতা, যেমন কোম্পানির ঠিকানা, পেশা, নিয়োগকর্তার নাম, বেতনের বিবরণ লাগবে।

10

ব্যবসার বিবরণ (স্ব-নিয়োজিত মহিলাদের ক্ষেত্রে) - কোম্পানির নাম, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ব্যবসার ৬ মাসের স্থিতিশীলতার প্রমাণ পেশ করা লোন পাবার জন্য বাধ্যতামূলক।

মহিলাদের পার্সোনাল লোনের জন্য কিভাবে আবেদন করতে হবে?

দুর্দশাগ্রস্থ মহিলাদের জন্য পার্সোনাল লোন যেন আশীর্বাদের মতো। আপৎকালীন পরিস্থিতিতে অনলাইনে কোন ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে অথবা কোন ওয়েবসাইট থেকে সহজেই পার্সোনাল লোনের জন্য আবেদন করা যায়, যেটা তাঁদের আশার আলো দেখায়। প্রতিটি লোন অ্যাপের ডিজাইন আলাদা হলেও প্রত্যেকের জন্যই প্রাথমিক কিছু নিয়মকানুন একই ভাবে অনুসরণ করতে হয়:

apply-personal-loan-for-women.webp

  • 01

    আপনার অ্যানড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে লোন অ্যাপ ডাউনলোড করুন। 

  • 02

    আপনার মোবাইল নম্বর ও এরিয়া পিন কোড এন্টার করুন।

  • 03

    আপনার মোবাইল ফোনের সাথে লিঙ্ক করা আধার কার্ড নম্বর এন্টার করুন। যদি আপনার মোবাইল নম্বর আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে তাহলে আপনি আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে নিজের কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন।

  • 04

    নিজের লোনের পরিমান, পরিশোধের মেয়াদ এবং সুদের হার ঠিক করে নিয়ে আপনার ইএমআই কত হবে তা আগে থেকেই ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে জেনে নিন।

  • 05

    নিজের ব্যক্তিগত, পেশাগত ও আর্থিক বিবরণ দিন।

  • 06

    লোনের আবেদনের উদ্দেশ্য নির্বাচন করুন।

  • 07


    আবেদন পত্র সম্পূর্ণ হবার পর যাচাই প্রক্রিয়া শেষ হলেই লোনের টাকা সরাসরি আপনার নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

পরিশেষে বলি, মহিলাদের জন্য অনলাইন ইনস্ট্যান্ট পার্সোনাল লোন একটি আশির্বাদের মতো। এটি মহিলাদের আর্থিক স্বাধীনতার মানকে উন্নত করেছে, এবং তাদের উৎসাহ দান করেছে যাতে তাঁরা বিভিন্ন ক্ষেত্রে আরো ভালো পারফর্ম করতে পারেন।

সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী

কয়েকটি নির্দিষ্ট যোগ্যতামান বিবেচনা করে মহিলাদের পার্সোনাল লোন দেওয়া হয়। যেমন, বয়স, মাসিক উপার্জন, কাজের অভিজ্ঞতা এবং বর্তমানে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা। ২১ থেকে ৫৮ বছর বয়সের মহিলাদের মাসিক উপার্জন কমপক্ষে ১৫,০০০ টাকা হলে তবেই তাঁরা অনলাইনে আবেদন করতে পারেন।
মহিলাদের পার্সোনাল লোন পাবার জন্য নিজের পরিচয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র ও আয়ের প্রমাণপত্র দরকার হয়। হাতের কাছে আধার কার্ড, প্যান কার্ড, ইউটিলিটি বিল, আইটি রিটার্ণের কাগজপত্র এবং বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি রাখুন।
অনলাইনে পার্সোনাল লোনের প্রক্রিয়াকরণ খুব দ্রুত হয় ও সরল কিছু প্রমাণপত্রাদির সাপেক্ষে হয়ে থাকে। আবেদনপত্র ও প্রমাণপত্রাদির যাচাই প্রক্রিয়ায় কতটা সময় লাগছে এটি তার উপর নির্ভরশীল। আবেদন মঞ্জুর হয়ে গেলে ২৪ ঘন্টার মধ্যে লোনের টাকা দিয়ে দেওয়া হয়।