Apply for loan on HIPL app available on Google Playstore and App Store Download Now

ট্রাভেল লোন

ট্রাভিলিং জীবনের একটি মজাদার অংশ, তাই না? কিন্তু যদি টাকার অভাবে আপনার পড়াশোনা, কাজকর্ম বা অবসরের সময় পূর্ণতা না পায় তাহলে কি হবে? অনেক বছর আগে হয়তো এই রকম কঠিন আর্থিক পরিস্থিতির সন্মুখীন হতে হতো কারণ তখন পার্সোনাল লোন পাবার সুবিধা ছিল খুবই কম। অনলাইনে পার্সোনাল লোন দেওয়া শুরু হয়ে যাবার পর এবং লোন দেওয়া নেওয়ার এই ধারণাটা সবার কাছে গ্রহণযোগ্য হবার পর, যারা দেশে অথবা বিদেশে ঘুরতে যাবার পরিকল্পনা করছেন তাঁরা অনলাইনে দ্রুত একটি ট্রাভেল লোন পাবার জন্য চেষ্টা করতে পারেন।

বিভিন্ন কারণে একজন ভাবী ঋণগ্রহীতা ট্রাভেল লোন নেবার জন্য আবেদন করতে পারেন। সেটা উচ্চশিক্ষা, পেশাদার কারণ বা মধুচন্দ্রিমা যাপন যাই হোক না কেন, যে কোন ভ্রমণের লক্ষ্য পূরণ করতে সহজেই ট্রাভেল লোন নেওয়া যেতে পারে। এখন আর ভ্রমণের পরিকল্পনা করার জন্য দেরি করতে হবে না, অনলাইনে ইনস্ট্যান্ট লোন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ট্রাভেল পার্সোনাল লোনের জন্য আবেদন করুন। সুযোগ যখন এসেছে তখন ট্রাভেল করার আর্থিক সঙ্গতি যোগাড় করার জন্য এটাই দ্রুততম উপায়।

হিরোফিনকর্প অ্যাপের মতো একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ থাকলে দ্রুত লোনের অনুমোদন ও পেপারলেস ডকুমেন্টেশন সহ সহজেই ট্রাভেল বুকিং করা যায়। ট্রাভেলের জন্য অতিরিক্ত টাকা যোগাড় করার চাপ না নিয়ে নিশ্চিন্তে আপনার স্বপ্নের গন্তব্যে উড়ে যান। একটি সম্পূর্ণ ট্রাভেল বাজেট তৈরি করে কত টাকা লোন চাই তার একটা হিসাব করে নিন। হিরোফিনকর্প অ্যাপের সাথে ইন-বিল্ট ইএমআই ক্যালকুলেটর টুল ব্যবহার করে লোনের পরিমান, সুদ ও পরিশোধের মেয়াদের সাপেক্ষে ট্রাভেল লোনের পরিশোধের জন্য আপনার প্রার্থিত ইএমআই স্থির করে নিন।

logo
সহজ ডিজিটাল প্রক্রিয়া
logo
ন্যূনতম বেতন প্রয়োজন ₹15K
logo
দ্রুত বিতরণ
Travel Loan EMI Calculator

Monthly EMI

₹ 0

Interest Payable

₹ 0

ট্রাভেল লোনের বৈশিষ্ট্য ও সুবিধা

ট্রাভেল লোন পাওয়া সহজ এবং বাণিজ্যিক লোন নেবার থেকে এটি অনেক বেশি নিরাপদ। সুতরাং ট্রাভেল লোনের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি সম্পর্কে স্পষ্ট ধারনা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, তাহলেই এর সব টুকু সুবিধা নেওয়া যাবে।

t1.svg
সমস্ত ঋণগ্রহীতাদের জন্য

যারা প্রথমবার কোন ঋণ নিচ্ছেন তারাও ট্রাভেল লোন নিতে পারেন।

t2.svg
কোল্যাটারাল ফি

যেহেতু এটি আনসিকিওরড লোনের আওতাভূক্ত, তাই লোনের পরিবর্তে কোন সিকিউরিটি বা সম্পত্তি বন্ধক রাখার দরকার নেই।

t3.svg
অনলাইন আবেদন

দ্রুত রেজিস্ট্রেশন, পেপারলেস ডকুমেন্ট ও রিয়েল টাইম ভেরিফিকেশনের কারণে অনলাইন ট্রাভেল লোন সবার কাছে একটি প্রিয় পছন্দ।

t4.svg
নমণীয় পরিশোধের সময়সীমা

পার্সোনাল লোন নিলে ঋণ শোধ করার জন্য কম পক্ষে এক বছর সময় পাওয়া যায়, তার উপর লোন পরিশোধের পরিমানকে মাসিক কিস্তিতে ভেঙ্গে নেওয়া যায়। অন্যান্য ধরণের লোনের ক্ষেত্রে পরিশোধ করার জন্য এরকম সুবিধা পাওয়া যায় না। অন্য সব ক্ষেত্রে হয়তো কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে হয়।

ট্রাভেল লোনের যোগ্যতামান ও প্রয়োজনীয় প্রমাণপত্রাদি

ট্রাভেল লোনের জন্য আবেদন করার আগে ভাবী ঋণগ্রহীতাদের প্রয়োজনীয় যোগ্যতামান দেখে নেওয়া উচিত। কোন প্রতারনা বা বাতিল হবার ঘটনা যাতে না ঘটে, সেটা সুনিশ্চিত করার জন্য এটা করা হয়:
01

বয়সের যোগ্যতামান: আবেদনকারীর বয়স ২১ থেকে ৫৮ বছর হতে হবে।

02

বেতনভোগীদের জন্য ন্যূনতম মাসিক উপার্জন: ঋণগ্রহীতার মাসিক উপার্জন কমপক্ষে মাসিক ১৫,০০০ টাকা হতে হবে।

03

স্বনিয়োজিতদের জন্য ন্যূনতম মাসিক উপার্জন: ঋণগ্রহীতার মাসিক উপার্জন কমপক্ষে মাসিক ১৫,০০০ টাকা হতে হবে, তার সাথে বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া বাধ্যতামূলক।

04

আয়ের প্রমানপত্র: স্যালারি বা পার্সোনাল অ্যাকাউন্টের জন্য ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, যদি কাজের জন্য ভ্রমণ করতে হয় তাহলে তার সঙ্গত প্রমাণ দাখিল করতে হবে।

05

ট্রাভেল লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রাথমিক প্রমাণপত্র হ’ল আধার কার্ড ও প্যান কার্ড।

06

আধার কার্ডের অনুপস্থিতিতে আপনি নিজের ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন।

07

অন্যান্য জরুরী ডকুমেন্টের মধ্যে রয়েছে আপনার পেশাগত ও আর্থিক বিবরণ যাতে বিগত ৬ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট থাকবে।

08

ঋণদাতা হিসাবে আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃত কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে।

ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে ট্রাভেল লোন

হিরোফিনকর্প একটি উপযোগী পার্সোনাল লোন অ্যাপ যা উপযুক্ত আর্থিক সহায়তার মাধ্যমে আপনার ট্রাভেল প্ল্যানকে কার্যকর করে তুলতে পারে। দ্রুত ট্রাভেল লোন পাবার জন্য নিচের প্রক্রিয়াটি ধাপে ধাপে অনুসরণ করুন:

loan-for-marriage (1).webp

  • 01

    প্রথমে, গুগল প্লে থেকে ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে স্টোর করুন

  • 02

    ওটিপি ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নম্বর অথবা ইমেল আইডি রেজিস্টার করুন

  • 03

    আপনি যতটা লোন চান তার পরিমান, সময়সীমা পূরণ করে আপনার ইএমআই পরিমান নির্দিষ্ট করুন

  • 04

    যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গেলেই ২৪ ঘন্টার মধ্যে লোনের টাকা দিয়ে দেওয়া হবে

বিঃদ্রঃ: আপনি যদি ২১ থেকে ৫৮ বছর বয়সী হন এবং আপনার মাসিক উপার্জন যদি কমপক্ষে ১৫,০০০ টাকা হয় তাহলেই হিরোফিনকর্প থেকে একটি পার্সোনাল লোন নেবার যোগ্যতা আপনার রয়েছে।

হিরোফিনকর্প অ্যাপের ক্ষেত্রে প্রমাণপত্রাদি এবং যোগ্যতামান বিবেচনার প্রক্রিয়া খুব সরল, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ট্রাভেল লোন হ’ল এক ধরণের পার্সোনাল লোন যা বহুবিধ প্রয়োজনে ট্রাভেলের জন্য সময়মতো প্রয়োজনীয় আর্থিক সহায়তা যোগায়।
ট্রাভেল লোনের ইএমআই সহজেই নেট ব্যাঙ্কিং, ইউপিআই মানি ট্রানসফার বা স্বয়ংক্রিয় পেমেন্ট পদ্ধতির মাধ্যমে পরিশোধ করা যায়।
এই ধরণের লোন খুব কম সময়ের জন্য নেওয়া হয় বলে ট্রাভেল লোনের জন্য কোন কোল্যাটারাল সিকিউরিটি দরকার হয় না।
সাধারনতঃ ট্রাভেল লোন পরিশোধের সময়সীমা ১ থেকে ২ বছর হয়ে থাকে, যা ঋণদাতার উপরে নির্ভর করে।