H.Ai Bot Logo
H.Ai Bot
Powered by GPT-4
Terms of Service

I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.

সরকারী কর্মচারীদের জন্য পার্সোনাল লোনের বৈশিষ্ট্য ও উপকারিতা

সরকারী কর্মচারীদের জন্য পার্সোনাল লোনের বৈশিষ্ট্য ও উপকারিতা আর পাঁচটা মানুষের থেকে আলাদা নয়। সরকারী কর্মচারীদের ক্ষেত্রেও পার্সোনাল লোনের অনুমোদন তাঁদের মাসিক বেতন ও ইতিবাচক CIBIL স্কোরের ভিত্তিতে করা হয়ে থাকে:

t1.svg
সাইন আপ ও লগ ইন করা সহজ

শুধুমাত্র নিজের মোবাইল নম্বর আর ইমেল ঠিকানা এন্টার করেই একজন সরকারী কর্মচারী হিরোফিনকর্প অ্যাপে নিজেকে রেজিস্টার করতে পারেন।

t2.svg
কাগজপত্রের ঝামেলা নেই

কাগজের আকারে কোন প্রমাণপত্রাদির দরকার নেই। পেপারলেস প্রমাণপত্র যাচাইয়ের পদ্ধতিতে সশরীরে কাগজপত্র দেখে যাচাই করার দরকার হয় না, তাই অনেকখানি সময় বেঁচে যায়।

t6.svg
কম সুদের হার

আপনি যদি সরকারী কর্মচারী হন এবং অতীতে যথাসময়ে ঋণ পরিশোধ করার কারণে যদি আপনার ক্রেডিট স্কোর ভালো হয় তাহলে আপনার দেয় সুদের হার হয়তো ঋণদাতার রীতিনীতি অনুযায়ী কমও হতে পারে। ঋণদাতা অনুসারে সুদের হার বদলাতে পারে।

t4.svg
নিজের পছন্দ অনুযায়ী লোনের পরিমান ও পরিশোধের ইএমআই স্থির করুন

একটি লোন ইএমআই ক্যালকুলেটরের সাহায্যে আপনি নিজের পছন্দ অনুযায়ী লোনের পরিমান, পরিশোধের মেয়াদ ও ইএমআই নির্ধারিত করে নিতে পারবেন যাতে আপনার মূল্যবান সময় বাঁচবে। আপনাকে ঠিক কত টাকা ইএমআই পরিশোধের জন্য প্রতিমাসে দিতে হবে, সেটা আপনি লোন ইএমআই ক্যালকুলেটরের সাহায্যে সঠিক ভাবে জানতে পারবেন।

instantApproval.png
তাৎক্ষনিক অনুমোদন

আবেদন করার পর যথাযথ যাচাই প্রক্রিয়া শেষ হবার পর ২৪ ঘন্টার মধ্যে অনুমোদন দেওয়া হবে এবং সরাসরি সেই টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

05-Collateral.svg
পরিশোধের নমণীয় উপায়

আপনি কমপক্ষে ৬ মাস থেকে সর্বাধিক ২৪ মাসের সময়সীমা থেকে আপনার স্বাচ্ছন্দ্য ও সামর্থ্য অনুযায়ী লোন পরিশোধের মেয়াদ বেছে নিতে পারেন।

instantApproval.png
নিরাপদ ও সুরক্ষিত লোন অ্যাপ

হিরোফিনকর্প অ্যাপ ১০০% নিরাপদ। এখানে ব্যক্তিগত তথ্যাদি ও দাখিল করা প্রমানপত্রাদির গোপণীয়তা সম্পর্কে সুনিশ্চিত থাকতে পারেন।

সরকারী কর্মচারিদের পার্সোনাল লোন পাবার যোগ্যতামান

সরকারী কর্মচারিদের পার্সোনাল লোন পাবার বিষয়ে বেশ কিছু যোগ্যতামান বিবেচনা করা হয়, যেটা ঠিক থাকলে আবেদন করার দিনটিতেই লোন অনুমোদিত হবার সম্ভাবনা বাড়বে। হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ সরকারী কর্মচারিদের পার্সোনাল লোন দেবার সময় কতগুলি সরল যোগ্যতামান বিচার পদ্ধতি অনুসরণ করে।

01

আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে

02

আপনার বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে

03

কমপক্ষে ৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

04

আপনার মাসিক আয় কমপক্ষে ১৫,০০০ টাকা হতে হবে

হিরোফিনকর্প মাধ্যমে সরকারী কর্মচারিদের পার্সোনাল লোন পাবার জন্য যে সব প্রমাণপত্রাদি অপরিহার্য সেগুলি নিচে দেওয়া হল:

05

পরিচয়ের প্রমানপত্র - আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/ভোটার আইডি

06

ঠিকানার প্রমাণপত্র - ইলেকট্রিসিটি বিল/পাসপোর্ট/আধার কার্ড

07

আর্থিক বিবরণের জন্য প্যান কার্ড

08

আয়ের প্রমানপত্র - ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট

09

লোনের প্রয়োজন সংক্রান্ত বিবরণ

সরকারী কর্মচারিদের জন্য পার্সোনাল লোনের আবেদন করতে হবে?

একজন সরকারী কর্মচারী, চিকিৎসক, ব্যাঙ্ক আধিকারিক অথবা একজন শিক্ষক এরকম যে কেউ হতে পারেন। জরুরী ভিত্তিতে টাকার দরকার এমন যে কেউ পার্সোনাল লোনের আবেদন করতে পারেন। হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে সহজ আবেদন পদ্ধতি অনুসরণ করে দ্রুত সরকারী কর্মচারিদের জন্য পার্সোনাল লোন নিন:

how-to-apply-for-doctor-loan (1).webp

  • 01

    আপনার মোবাইল নম্বর ও এরিয়া পিন কোড এন্টার করুন

  • 02

    আপনার মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা আধার কার্ড নম্বর এন্টার করুন অথবা আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করুন

  • 03


    আধার কার্ড নম্বর না পাওয়া গেলে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স চাই। পরিচয়ের প্রমাণপত্র ও ঠিকানার প্রমাণপত্র দেওয়া বাধ্যতামূলক

  • 04

    লোনের আবেদন পত্র দাখিল করার আগে লোন ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে আপনার লোনের পরিমান, মেয়াদ ও সুদের হার সম্পর্কে সুনিশ্চিত হয়ে নিন যা থেকে আপনি আপনার ইএমআই পরিশোধের পরিকল্পনা করতে পারবেন

  • 05

    কাজের ও আর্থিক বিবরণ সহ লোনের আবেদন পত্র পূরণ করুন

  • 06

    আপনার প্যান এন্টার করুন

  • 07

    কেওয়াইসি প্রমাণপত্রাদি জমা দেওয়া বাধ্যতামূলক

  • 08

    পরিশেষে, ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নেবার কারন সম্পর্কে জানান

শেষ পর্যন্ত, কোন সরকারী কর্মচারী হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ ব্যবহার করে বিভিন্ন উপলক্ষ্যে পার্সোনাল লোন নিতে পারেন। সেটি বিয়ের লোন, ভ্রমণের লোন, চিকিৎসার লোন, পড়াশোনার খরচের জন্য লোন, পেনশন লোন, টপ-আপ লোন যা কিছুই হতে পারে। ঋণগ্রহীতা হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে কমপক্ষে ৫০,০০০ টাকা ও সর্বাধিক ১.৫ লাখ টাকা লোন পেতে পারেন। একবার সবকিছু অনলাইন রীতিনীতি অনুযায়ী দাখিল করা হয়ে গেলে, এবং যাচাইয়ের পর সেটার সত্যতা প্রমাণিত হলে, লোনের টাকা ঋণগ্রহীতার রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।

সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী

হ্যাঁ, একজন সরকারী কর্মচারী অনলাইনে হিরোফিনকর্প-এর মতো ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে পার্সোনাল লোন নিশ্চয়ই পেতে পারেন, একটি নিরাপদ পার্সোনাল লোন অ্যাপ যাকে কোন সরকারী কর্মী সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে জরুরী ভিত্তিতে নিজের ১.৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক প্রয়োজন মেটাতে পারেন।
সরকারী কর্মচারীরা স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি, দু’রকম লোনই নিতে পারেন, যদিও তার আগে নির্ধারিত যোগ্যতামান উত্তীর্ণ হতে হবে ও বাধ্যতামূলক প্রমাণপত্রাদি পেশ করতে হবে যেটা লোনের অনুমোদন পাবার জন্য অপরিহার্য। ১.৫ লাখ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি লোন ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে সহজেই মঞ্জুর হয়ে যাবে কিন্তু ৫ লাখ টাকার বেশি দীর্ঘমেয়াদি লোনের ক্ষেত্রে সিকিওরড লোনের পদ্ধতি প্রযোজ্য হবে ও কোল্যাটারাল লাগবে।
বেসরকারী ক্ষেত্রে কর্মরতদের মতো একজন সরকারী কর্মচারীও একই পদ্ধতি অনুসরণ করে লোন পেতে পারেন। সে যাইহোক, অনলাইনে পার্সোনাল লোনের আবেদন করার মূল পদ্ধতি সরকারী কর্মচারীদের ক্ষেত্রেও একই রকম থাকে। অনলাইনে পার্সোনাল লোন পাবার জন্য আবেদন করলে অনেক সময় বেঁচে যায় আর ২৪ ঘন্টার মধ্যে অনুমোদনও পাওয়া যায়।
হিরোফিনকর্প একটি নিরাপদ পার্সোনাল লোন অ্যাপ যা সহজেই আপনার ১,৫০,০০০ টাকা পর্যন্ত নগদ টাকার পরিমান মেটাতে পারবে। তাছাড়া, লোনের আবেদন প্রণালীতে কোন ঝামেলা নেই আর এখানে পেপারলেস ডকুমেন্ট নেওয়া হয়।
অনলাইনে পার্সোনাল লোনের আবেদন করতে ন্যূনতম কাগজপত্র প্রয়োজন হয়। তবে, ই-কেওয়াইসি প্রমাণপত্রাদি দেওয়া বাধ্যতামূলক যেমন আধার কার্ড/স্মার্ট কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড।
২১ থেকে ৫৮ বছরের মধ্যে বয়স, এমন কোন সরকারী কর্মচারীর মাসিক আয় কমপক্ষে ১৫,০০০ টাকা হলেই তিনি পার্সোনাল লোনের জন্য আবেদন করার অধিকারী হবেন।